Advertisement
E-Paper

অন্দরমহলের গাছের পাতা জৌলুসহীন! ঔজ্জ্বল্য বৃদ্ধিতে কাজে আসবে কলার খোসা, কী ভাবে?

কলার খোলার ভিতরের অংশ আর্দ্র এবং কিছুটা ক্রিমের মতো। তার মধ্যে থাকে পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং তেল। গাছের পাতার ঔজ্জ্বল্য বৃদ্ধিতে কাজে লাগতে পারে কলার খোসা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৯:১৯
Can you use banana peels to make your houseplant leaves shine

প্রতিনিধিত্বমূলক চিত্র। ছবি: সংগৃহীত।

বাড়ির অন্দরমহল সাজিয়ে তুলতে অনেকেই রকমারি গাছ ব্যবহার করেন। তার পরিচর্যার অংশ গাছের পাতার ঔজ্জ্বল্য বজায় রাখা। গাছে নিয়মিত জল দেওয়া বা তা ছাঁটা আবশ্যক। কিন্তু গাছের পাতার উজ্জ্বলতা বজায় রাখতে অনেকেই জলে ভেজানো নরম কাপড় ব্যবহার করেন। অনেকে আবার ব্যবহার করেন কলার খোসা।

কেন পরিষ্কার

গাছের পাতায় সময়ের সঙ্গে ধুলো জমে। তার ফলে পাতায় সূর্যালোক কম পরিমাণে প্রবেশ করে। এক সময়ে পাতাটি হলুদ বর্ণ ধারণ করে। পাশাপাশি গাছের পাতায় ধুলো জমলে তার সৌন্দর্যও নষ্ট হয়।

কলার খোসায় কী কী থাকে

কলার খোসার ভিতরের অংশে পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং তেল থাকে। তার ফলে গাছের পাতার গায়ে ঘষলে তা চকচক করে। আবার এই পটাশিয়াম পাতাগুলিকে আরও স্বাস্থ্যকর করে তোলে।

কলার খোসা এবং গাছের পাতা

বাড়ির অন্দরমহলের গাছের পাতার জন্য কলার খোসা ব্যবহার করা যেতে পারে। কলার খোলার ভিতরের অংশ আর্দ্র এবং কিছুটা ক্রিমের মতো। যত্ন সহকারে পাতায় তা পালিশের মতো ঘষলে ধুলো পরিষ্কার হয় এবং পাতার উপর একটি মোমের মতো আস্তরণ তৈরি হয়। তার ফলে পাতাগুলি চকচকে হয়ে ওঠে এবং ভবিষ্যতে ধুলো-ময়লা জমে না।

সতর্কতা

কলার খোসার গা থেকে কোনও অবশেষ যেন গাছের পাতায় না লেগে থাকে, তা খেয়াল রাখা উচিত। অন্যথায় গাছে পোকা হতে পারে। কলার খোসা যদি পচা হয়, তা হলে জীবাণুর সংক্রমণও হতে পারে।

Gardening Gardening Tips banana leaf Home Decor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy