Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Stains

Sweat stain removal: ৫ ঘরোয়া টোটকা: পোশাক থেকে সহজেই দূর হবে ঘামের কড়া দাগ

অতিরিক্ত ঘামে অনেক সময়েই দফারফা দশা হয় সাজের। ঘামের ফলে জামা কাপড়ে তৈরি হতে পারে চাকা চাকা দাগও।

ঘামের দাগ দূর করার সহজ উপায়

ঘামের দাগ দূর করার সহজ উপায় ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ১২:১২
Share: Save:

বঙ্গের জলবায়ুতে গ্রীষ্মকাল আর্দ্র। তাই গরমকাল মানেই, কাঠফাটা রোদের পাশাপাশি প্রবল ঘাম। অতিরিক্ত ঘামে অনেক সময়েই দফারফা দশা হয় সাজের। ঘামের ফলে জামা কাপড়ে তৈরি হতে পারে চাকা চাকা দাগও। অধিকাংশ ক্ষেত্রে ভাল করে ধুলেই উঠে যায় এই দাগ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কড়া দাগ তোলা হতে পারে বেশ ঝক্কির। রইল এমন কয়েকটি টোটকা যাতে সহজেই উঠবে ঘামের কড়া দাগ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

লেবুর রস: পোশাক ধোয়ার আগে সমপরিমাণ লেবুর রস ও জল এক সঙ্গে মিশিয়ে দাগের উপর লাগান, একটু ঘষে ধুয়ে নিলেই উঠে যাবে দাগ।

২। খাবার নুন: গরম জলে কিছুটা খাবার লবণ মিশিয়ে নিয়ে দাগের উপর স্পঞ্জ করুন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন পোশাক।

৩। হাইড্রোজেন পারক্সাইড: সমপরিমাণ হাইড্রোজেন পারক্সাইড ও জল মিশিয়ে নিন। দাগ লাগা অংশটি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন মিশ্রণে। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন জল দিয়ে। তবে এই মিশ্রণ কিন্তু ভুল করেও রঙিন জামা কাপড়ে লাগাবেন না।

অ্যাসপিরিন: অনেকেই নিয়মিত অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান। দুটি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে, আধ কাপ গরম জলে গুলে নিন। পোশাক ধোয়ার ঘণ্টা দুয়েক আগে দাগের উপর মাখিয়ে রাখুন মিশ্রণটি।

৫। খাবার সোডা: খাবার সোডার সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি দাগের উপর মাখিয়ে রাখুন ঘণ্টা খানেক। ধুয়ে নিলেই উঠে যাবে দাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stains Sweat Hack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE