Advertisement
২০ এপ্রিল ২০২৪
Home Decor

Home Decor Tips: নববর্ষে অন্দরসজ্জায় থাকুক বেতের ছোঁয়া

নববর্ষে ঘরের সাজে সাবেক ছোঁয়া আনলে কেমন হয়? বাঁশ কিংবা বেতের আসবাবেই বদলে যাবে আপনার ঘরের সাজ।

আলোকসজ্জাতেও ক্ষেত্রেও বাঁশের ছোঁয়া মন্দ লাগবে না।

আলোকসজ্জাতেও ক্ষেত্রেও বাঁশের ছোঁয়া মন্দ লাগবে না। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৯:২৪
Share: Save:

ঘর সাজাতে কমবেশি সকলেই পছন্দ করেন। মাঝেমধ্যেই ঘরের সাজে বদল আনতে পারলে মন বেশ ভাল হয়ে যায়। সামনেই নববর্ষ। ঘরের অন্দরসজ্জায় কী কী পরিবর্তন আনবেন ভাবছেন? নববর্ষে ঘরের সাজে সাবেকি ছোঁয়া আনলে কেমন হয়? বাঁশ কিংবা বেতের আসবাবেই বদলে যাবে আপনার ঘরের সাজ।

কী ভাবে বদল আনবেন?

১) আপনার বারান্দার ভোল বদলে যেতে পারে বাঁশের আসবাবে। বারান্দার এক কোণে রাখতে পারেন বেতের দু’টি চেয়ার। তার উপর রঙিন কুশান। সামনে ছোট্ট একটি বাঁশের টেবিল। বিকেলের চায়ের আড্ডা বেশ ভালই জমবে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২) এই গরমে অন্দরমহল কী করে ঠান্ডা রাখবেন তা এক চিন্তার বিষয়। কাপড়ের পর্দার বদলে জানালায় ব্যবহার করুন বেতের পর্দা। ঘর ঠান্ডাও থাকবে আর সাজেও আসবে নতুনত্ব।

৩) ডাইনিং টেবিলের সাজেও আনতে পারেন বদল। কাপড় কিংবা প্লাস্টিকের নয়, এ বার ব্যবহার করুন বেতের টেবিল রানার এবং ম্যাট।

৪) বাড়িতে দোলনা লাগানোর শখ হয়েছে? বাড়ির এক কোণে কিংবা বারান্দায় বেতের দোলনা লাগিয়ে নিতে পারেন।

৫) আলোকসজ্জাতেও ক্ষেত্রেও বাঁশের ছোঁয়া মন্দ লাগবে না। ঘরে বাঁশ কিংবা বেতের ল্যাম্পসেড ব্যবহার করতে পারেন। শোওয়ার ঘর হোক কিংবা বসার ঘর সর্বত্রই এই ধরনের ল্যাম্পসেড শোভা বাড়াবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home Decor Home Décor Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE