বাড়িতে আপনার সবচেয়ে পছন্দের কোনা কোনটি? নিজের ঘরের একটি অংশ, না কি ছোট্ট বারান্দা? অথবা বসার ঘরের রোদমাখা জায়গাটি? আপনার প্রিয় কোণটি সেটিই, যেখানে বসে থাকলেই মন ভাল হয়ে যায়। আলো-হাওয়া-গন্ধ, নেপথ্যে থাকতে পারে কত কী কারণ! পছন্দের জায়গা যেটিই হোক, সেটিকে নিজের মনের মতো সাজিয়ে তুলতে চান, এ দিকে মাথায় আসছে না উপায়। আর তাই আপনার সাহায্যের জন্যই গৃহসজ্জার কয়েকটি কৌশল তুলে ধরা হল এখানে।
১. বেত বা কাঠের চেয়ার বা বিন ব্যাগ অথবা আরামদায়ক ছোট্ট সোফা রাখতে হবে প্রথমেই। যাতে আপনার বসার জায়গাটি হতে পারে সবচেয়ে আরামের। কিন্তু জায়গার অভাব থাকলে মেঝেতে পাতার ছোট তোষক রাখা যায়। তার উপর আকর্ষণীয় বেডকভার পেতে দিতে পারেন।
২. যদি মেঝেতে বসার বন্দোবস্ত না থাকে, তা হলে সোফা বা চেয়ার অথবা বিন ব্যাগের নীচে নরম গালিচা পেতে দেবেন। রং হবে হালকা। এই সজ্জায় কোনায় অন্য মাত্রা যোগ হবে।
বারান্দায় সময় কাটানোর জন্য যা যা প্রয়োজন। ছবি: সংগৃহীত।
৩. বসার জায়গায় একাধিক নানা আকারের কুশন রাখুন। পছন্দের রঙের, কারুকার্য করা কুশন-কভার কিনে পরিয়ে দিন বালিশগুলিতে। ছড়িয়ে ছিটিয়ে থাকুক বসার জায়গায়। অগোছালো হোক, তাতেও আরামদায়ক আমেজ আসবে তাতে।
৪. সব ক্ষেত্রেই আলোকসজ্জা গুরুত্বপূর্ণ। ওয়ার্ম লাইটযুক্ত ল্যাম্পশেড বা টেবিল ল্যাম্প রাখুন। এমন জায়গায় থাকুক, যাতে আপনি বসে সেই আলোয় বই পড়তে পারেন। অতিরিক্ত সজ্জার ইচ্ছে হলে, টুনি বাল্ব দিয়ে দেওয়ালে আটকে দিতে পারেন।
৫. প্রকৃতি থেকে দূরে থাকা উচিত নয়। তাই বারান্দা হোক বা ঘরের কোণ, নিজের পাশে নিয়ে আসুন গাছগাছালি। অবশ্যই ছোটখাটো ইনডোর প্লান্টই উপযুক্ত। গাছের বদলে অর্কিডও রাখতে পারেন।
আরও পড়ুন:
৬. বাড়ির প্রিয় এই অংশটি পুরোপুরি আরামদায়ক হয়ে উঠতে পারে, যদি সেই কোণে থাকে চা-কফি বানানোর সরঞ্জাম। বার বার উঠে রান্নাঘরে ছুটতে হবে না, বরং বৈদ্যুতিক কেটলি রাখলে জল গরম করে নিলে চা এবং কফি বানানোর কাজ খুব সহজ হয়ে যায়। সিনেমা দেখার সময় বা বই পড়তে পড়তে বিরতির প্রয়োজন পড়বে না আর।
৭. সম্ভব হলে কাঠ বা বাঁশ দিয়ে ছোট ছোট তাক বানিয়ে দেওয়ালে আটকে দিতে পারেন। এর ফলে দেওয়ালের তাকে বই বা টুকিটাকি প্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া যায়। তা হলে এই জায়গাটি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে।