ওষুধের, খাবারের, প্রসাধনীর মেয়াদ ফুরোয়। নির্দিষ্ট তারিখের পর তা আর ব্যবহার করা চলে না, জানেন সকলে। কিন্তু যে জিনিসের মেয়াদ উল্লেখ থাকে না, তা কি বছরের পর বছর কাজে লাগানো যায়?
চিকিৎসক থেকে পরিচ্ছন্নতা সংক্রান্ত পেশাদার ব্যক্তিরা বলছেন, হেঁশেল থেকে স্নানঘর— দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক জিনিসই নির্দিষ্ট সময় অন্তর বদলে ফেলা দরকার। কোনও পণ্যই যে অনন্ত সময় ধরে ব্যবহার্য থাকে না, বা থাকলেও ক্ষতিকর হয়ে উঠতে পারে, সে কথা বোঝা প্রয়োজন।
তোয়ালে: পরিচ্ছন্নতা নিয়ে কর্মরত ব্রিটেনের এক পেশাদার ব্যক্তি অলিভিয়া ইয়ংয়ের কথায়, লোকজন স্নানঘরের কাচ পরিষ্কার নিয়ে ব্যস্ত থাকেন, কারণ সেখানে হাতের ছাপ পড়ে। অথচ হাত-মুখ মোছার তোয়ালেটিও যে নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার এবং বদলানো দরকার, সে কথা কারও খেয়াল থাকে না। কারণ, অনেকেই মনে করেন ময়লা হয়নি, সেটি কাচতে হবে কেন?
হাত এবং মুখ মোছার তোয়ালে ২-৪ দিন অন্তর গরম জলে সাবান দিয়ে কাচা উচিত বলছেন অলিভিয়া। প্রতি এক বছর বা বড়জোর দেড় বছর অন্তর তোয়ালে বদলে ফেলা দরকার।
পাপোস: স্নানঘরের সামনে রাখা পাপোস পড়ে থাকে মাসের পর মাস। কখনও সেটি কাচেন? অথচ স্নানঘরের জল, পায়ের ময়লা প্রতি দিন সেখানে লাগছে। দিনের বেশির ভাগ সময় হালকা ভিজে থাকা পাপোসটি কিন্তু রোগজীবাণুর আঁতুড়ঘর।পাপোসের নীচে রবারের স্তর থাকে, যাতে সেটি পিছলে না যায়। সেই অংশে দু’দিন ছাড়া জলে সাদা ভিনিগার মিশিয়ে স্প্রে করা দরকার। এতে ছত্রাক হওয়ার আশঙ্কা কমবে। এক সপ্তাহ অন্তর পাপোস কাচতে হবে গরম জলে। তবেই জীবাণু এবং ময়লা দূর হবে। দু’বছর অন্তর পাপোস বদলে ফেলা দরকার।
স্নানঘর পরিষ্কারের ব্রাশ: স্নানঘর বা কমোড যে সমস্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করেন, সেই ব্রাশটি কি ঠিকমতো পরিষ্কার করা হয় কি? অতীতে ব্রিটেনের স্নানঘরের পরিচ্ছন্নতা সংক্রান্ত একটি সমীক্ষায় উঠে এসেছিল ৮২ শতাংশ মানুষই স্নানঘর পরিষ্কারের ব্রাশটি সপ্তাহে এক দিন করেও পরিষ্কার করেন না। স্বাস্থ্যের কথা মাথায় রাখলে প্রতি ছ’মাস অন্তর সেটি বদলে ফেলা দরকার।
লুফা: গা পরিষ্কারের লুফাটি জীবাণুর আঁতুড়ঘর বলেন চিকিৎসকেরা। স্নানঘরে স্যাঁতসেঁতে আবহে দ্রুত রোগজীবাণু বেড়ে ওঠে। লুফা ব্যবহারের পর ভিজে অবস্থায় রেখে দিলে তা থেকে ত্বকে সংক্রমণের আশঙ্কা বাড়ে। চিকিৎসকেরা বলেন, সেটি রোদে শুকিয়ে নেওয়া জরুরি। ধুঁধুলের ছোবড়া ব্যবহার করলে দুই সপ্তাহ অন্তর তা বদলে ফেলতে হবে। নাইলনের লুফা ব্যবহার করলে ২ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে।
টয়লেট শিট: টয়েলেট শিট ঘন ঘন বদলানো যায় না। কিন্তু এই জায়গাতে রোগজীবাণু বেড়ে ওঠে খুব দ্রুত। পরিচ্ছন্নতা সংক্রান্ত পেশাদার ব্যক্তিরা বলছেন, কয়েক বছর পর্যন্ত এটি ব্যবহার করা গেলেও দু’দিন অন্তর তা পরিষ্কার করে দরকার। অনেকেই স্যানিটাইজ়ার স্প্রে করে বা স্যানিটাইজ়ার ওয়াইপস দিয়ে শিটটি মুছে নেন। এতে রোগজীবাণু যায় না ভাল ভাবে। তার চেয়ে টয়লেট শিট পরিষ্কারের নির্দিষ্ট তরল ব্যবহার করা ভাল।