Advertisement
২০ এপ্রিল ২০২৪
Gold Ornaments

Gold Ornaments: বাড়িতে সোনার গয়না পরিষ্কার করবেন কী ভাবে?

সোনার আংটি আবার নোংরা! তাতে সোনার মূল্য না কমলেও, সাজের শোভা কমে। তাই গয়না পরলে পরিষ্কারও করতে হবে।

অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না

অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৬
Share: Save:

সোনার গয়না পরতে ভাল লাগে। কিন্তু প্রতিদিন একই গয়না পরলে তা ময়লা হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। আর ঘাম, ময়লা জমে থাকা গয়না দেখতে যে ভাল লাগে না, তা কে না জানে!

কিন্তু সেই ঘাম, ময়লা সাফ করবেন কী ভাবে? বাড়িতে অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না।

গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়

গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়

কী ভাবে করবেন?

কাপড় কাচার তরল সাবান আর গরম জলই যথেষ্ট এই কাজের জন্য। একটি পাত্রে হালকা উষ্ণ জল নিন। তার মধ্যে মিশিয়ে দিন কাপড় কাচার সাবান। এ বার সেই পাত্রেই ফেলে দিন কয়েকটি গয়না। ১০-১৫ মিনিট চুবিয়ে রাখুন। এর পর এক-একটি গয়না তুলে নিয়ে নরম কোনও ব্রাশ দিয়ে ঘষে নিন এক এক করে।

ভাল করে ঘষে নেওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নিন গয়না। প্রতিটি গয়না আলাদা আলাদা করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

খেয়াল রাখুন গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়। সুতির পাতলা কাপড় কিংবা কোমল কোনও সিল্ক দিয়েই সোনার গয়না পরিষ্কার করা ভাল। যে ব্রাশ ব্যবহার করবেন, সেটিও হতে হবে কোমল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Ornaments Cleaning Jewellery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE