দীপাবলি আলোর উৎসব।এই উৎসবে আলোকমালায় বাড়ি সাজানোই রীতি। ঘরদোর পরিষ্কার করে সাজিয়ে তোলা হয় বাড়ি। জ্বালানো হয় প্রদীপ। সেই আলোর ছোঁয়া থাকুক শখের বাগানেও। আলোর উৎসবে কী ভাবে সাজালে দেখতে ভাল লাগবে বাগান?
গাছ এই ভাবেও সাজাতে পারেন। ছবি :সংগৃহীত।
বাড়ি লাগোয়া উন্মুক্ত প্রাঙ্গণে বাগান এখন দেখতে পাওয়া যায় কমই। ফ্ল্যাটের জীবনে বারান্দাতেই গড়ে ওঠে শখের বাগান। বাড়ির বাইরে হোক বা বারান্দায়, বাগান সাজাতে বেছে নিন রকমারি চেন আলো, প্রদীপ, আলোর স্ট্রিপ।
আরও পড়ুন:
১। বারান্দার দেওয়াল বরাবর, বা রেলিং এর উপরে দড়ির শৌখিন টব হোল্ডার ঝুলিয়ে দিন। এর মধ্যে রাখুন টব। টব হোল্ডারের ভিতরের অংশ বরাবর স্ট্রিপ লাইট লাগিয়ে দিতে পারেন। এতে হালকা আলো বেরিয়ে আসবে দড়ির ফাঁকফোকর দিয়ে। আলোর উৎস সরাসরি দেখা যাবে না, তবে মায়াময় পরিবেশ তৈরি হবে।
আলোয় বাগান সাজানো যায় এই ভাবেও। ছবি :সংগৃহীত।
২। দেওয়াল বরাবর মানি প্ল্যান্ট বা লতানো কোনও গাছ রেখে তার পিছন দিয়ে টুনি লাইটের চেন ঝুলিয়ে দিতে পারেন। উপর থেকে নীচ পর্যন্ত কিছু দূর অন্তর এমন আলো ঝুলিয়ে দিলেও গাছের ফাঁকফোকর দিয়ে সেই আলোর আভা আসবে।
৩। বারান্দায় মাটির টবে ফুল ভাসিয়ে, ভাসমান প্রদীপগুলোও দিয়ে দিতে পারেন। টাটকা ফুল আর বাতির আলোয় অন্য রকম সৌন্দর্য ধরা দেবে।
৪। একটু বড় কোনও গাছ টবে থাকলে তার ডালপালা আলোর চেনে মুড়ে দিতে পারেন। যে কায়দায় ক্রিসমাস ট্রি সাজানো হয়, তেমনই যদি কোনও গাছ থাকে, সেটি অবশ্যই টুনির আলোয় সাজিয়ে ফেলুন।
৫। স্ট্রিং বল লাইট বা ছোট ছোট বলের মতো আলোর চেন ঝোলানো টবের সঙ্গে জড়িয়ে দিলেও দেখতে মন্দ হবে না। এই আলোগুলি বারান্দার বাগানের গ্রিলের উপর দিয়ে সাজালেও দেখতে ভাল লাগবে।