হলুদ, গোলাপি, লাল রঙের গোলাপ ফুটে বদলে দেবে বাগানের সৌন্দর্য, সেই আশায় চারা বসিয়েছিলেন। গাছ বেড়ে উঠলেও ফুল হচ্ছে না? এক, দু’টি গাছে দু’একটি ফুল এলেও, আকারে ছোট। সে ভাবে ফুলও আসছে না। ভুলটা কোথায় হচ্ছে?
১. গোলাপ গাছ বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত আলো-হাওয়া দরকার। প্রথমেই দেখা দরকার গাছ সঠিক সূর্যালোক পাচ্ছে কি না। এই গাছের জন্য অন্তত ৬ ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। সেই শর্তপূরণ না হলেও ফুল আসার ক্ষেত্রেও কখনও কখনও সমস্যা হতে পারে।
২. সূর্যালোকের অভাব হচ্ছে না, তবু গাছে ফুল নেই? গোলাপের চারা বসানোর সময় সঠিক ভাবে মাটি প্রস্তুত করা না হলেও এমন সমস্যা হতে পারে। মাটি তৈরির সময় তাতে জৈব সার প্রয়োগ করা হয়, যেখান থেকে গাছ পুষ্টি পায়। তা যদি হয়ে না থাকে, গাছ বেড়ে ওঠার সময় তরল জৈব সার প্রয়োগ করুন। অনেক সময় হাড় গুঁড়ো, শিং গুঁড়ো সার হিসাবে দিলেও ভাল কাজ হয়। আট ইঞ্চি উচ্চতার টবে গাছ বসালে ১ চা-চামচ হাড় এবং শিং গুঁড়ো মাটি খুঁড়ে তাতে ছড়িয়ে দিন।
৩. জল দেওয়ার ভুলেও গাছের বাড়বৃদ্ধি এবং ফুল আসায় সমস্যা হতে পারে। জল দিতে হবে প্রয়োজন বুঝে মাপমতো। সাধারণত টবের মাটির উপরিভাগ শুকিয়ে গেলে জল দেওয়া দরকার। তবে টবের জল নিষ্কাশন ব্যবস্থা ভাল না হলেও, গোড়ায় জল জমে গাছের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:
৪. নির্দিষ্ট সময় অন্তর গোলাপের ডালপালা ছেঁটে দেওয়া দরকার। তারও নিয়মকানুন আছে। বড় আকারের গোলাপ পাওয়ার জন্য এই পদ্ধতি খুব জরুরি। শুকনো পাতা, ফুল, কাণ্ড ছেঁটে ফেলা দরকার। মাঝেমাঝে শুকিয়ে যাওয়া ডালপালা ছেঁটে সার দিলে ভাল হবে। খেয়াল করতে হবে, গাছের গোড়ায় যেন আগাছা না জন্মায়।
৫.গাছে পোকা হলে বা কোনও রোগ হলেও ফুল কমে যেতে পারে বা ফুল ফোটাও বন্ধ হয়ে যেতে পারে। সমস্যা অনুযায়ী তার ওষুধ বাছতে হবে। এমনিতে পোকার আক্রমণ থেকে গাছ বাঁচাতে নিম তেল স্প্রে করা যায়।