সকালের চা কিংবা কফিটা বিছানায় না খেলে ঠিক জমে না? ঘুমের চোখে সেই চা কত বার চাদরে পড়েছে সেই খেয়াল আছে? চা-কফির কড়া দাগ চাদর থেকে তুলতে কালঘাম ছুটে যায়। দাগের কারণে সাধের চাদরটি হয়তো অনেক ক্ষেত্রে বাতিল করে দিতে হয়। তখন আর আক্ষেপের শেষ থাকে না।
হাতের কাছেই রয়েছে সমস্যার সমাধান। কিছু ঘরোয়া উপকরণ দিয়ে নিমেষেই দূর করা যেতে পারে চাদরের কড়া দাগ। কী ভাবে করবেন? রইল তারই হদিশ।
বেকিং সোডা: চাদরে লাগা চা, কফির দাগের উপর এক চামচ বেকিং সোডা দিয়ে ভাল করে ঘষে নিন। এ বার কিছু ক্ষণ রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গিয়েছে।