কাজের টেবিলে শোভা পাবে সুন্দর লাকি ব্যাম্বু। সবুজের দিকে দৃষ্টি গেলে আরাম পাবে চোখও। এমন ভেবে নতুন করে কাজের জায়গাটি সাজালেন। বসিয়ে রাখলেন লাকি ব্যাম্বু। কিন্তু তিন-চার মাসেও গাছ ঠিকমতো বাড়ছে না? পাতাও হলুদ হতে শুরু করেছে?
অন্দরসজ্জায় ব্যবহৃত গাছে পাতা হলুদ হয়ে যাওয়া, কখনও পাতা ঝরা বা কুঁকড়ে যাওয়া সাধারণ ব্যাপার। তবে এমন সমস্যার প্রতিকার না করা গেলে, গাছ মরে যেতেও পারে।
গাছ বাড়ছে না কেন?
গাছ বেঁচে আছে, কিন্তু ঠিকমতো বেড়ে উঠছে না। এমন সমস্যা হলে বুঝতে হবে গাছ বৃদ্ধির উপযোগী পরিবেশ পাচ্ছে না। এই গাছের জন্যেও আলো-হাওয়া দরকার। চড়া রোদ না হলেও, হালকা রোদে দ্রুত বৃদ্ধি পায় গাছ। এমনিতে এই গাছে সার দরকার হয় না। জলেই বেড়ে ওঠে। কিন্তু কখনও কখনও গাছের পুষ্টির অভাব হতে পারে। জল এবং মাটি—দু’টি মাধ্যমেই এই গাছ বাঁচে। জলে বসালে পরিমিত তরল সার দিতে পারেন। নির্দিষ্ট ভাবে এই গাছের জন্যই সার কিনতে পাওয়া যায়। যে সার কিনছেন, সেটি প্রয়োগের নির্দেশিকা জেনে মাত্রা নির্ধারণ জরুরি। বেশি সারে গাছ নষ্ট হতে পারে।
আরও পড়ুন:
পাতা হলুদ হয়ে যাচ্ছে?
নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। জলে ক্লোরিন বেশি হলে, অতিরিক্ত সূর্যালোকে বা কোনও কারণে সারের পরিমাণ বেশি হলে, এমনটা হতে পারে।
গাছ ভাল ভাবে বৃদ্ধির জন্য কিছু শর্ত রয়েছে। সূর্যালোক, জলের মাত্রা ঠিক থাকতে হবে। তা ছাড়া স্বাস্থ্যকর শিকড়ও গাছের সুস্বাস্থ্যের লক্ষণ। কোনও কারণে মাটিতে বসানো গাছের গো়ড়ায় জল জমলে, শিকড় পচে যেতে পারে। তা থেকেও পাতা হলুদ হয়ে যাওয়া, ছত্রাকের আক্রমণের আশঙ্কা থাকে গাছে।
গাছ বেড়ে ওঠার শর্ত
· হালকা সূর্যালোক। চড়া রোদে গাছের ক্ষতি হতে পারে।
· এই গাছ জলেও বেড়ে ওঠে। তবে ক্লোরিন বা অতিরিক্ত খনিজযুক্ত জল গাছের উপযোগী নয়। সাধারণ কলের জল ব্যবহার করা দরকার।
· মাটিতে বেড়ে ওঠার অন্যতম শর্ত হল, মাটি হালকা আর্দ্র থাকলেও গোড়ায় জল জমবে না।