Advertisement
০৪ মে ২০২৪
Nail Care

রান্নাঘরের কয়েকটি জিনিসেই ভাল ভাবে হতে পারে নখের পরিচর্যা

বারবার নেলপালিশ পরলে বা তুললেও নখ হলদেটে হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় এবং এর থেকে মুক্তি পেতেও চাই কিছু ব্যবস্থা।

নখের যত্ন নিন।

নখের যত্ন নিন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ২০:৪৩
Share: Save:

সাজগোজ আলাদা। আর নিজের চেহারার যত্ন নেওয়া আলাদা বিষয়। নখ ভাল রাখতে শুধু সুন্দর কোনও রং লাগানোই যথেষ্ট নয়। বরং সেই রং থেকেও হতে পারে অনেক ক্ষতি। ফলে নখের পরিচর্যা খুবই জরুরি।

কিন্তু কী ভাবে তা করবেন যত্ন? নখের যত্ন নেওয়া খুব কঠিনও নয়। বাড়ি বসেই হতে পারে। হাতে কয়েকটা মিনিট রাখলেই হল। তা হলেই মুক্তি পাওয়া যায় নখ ভাঙা বা হঠাৎ খসখসে হয়ে যাওয়ার সমস্যা থেকে। বারবার নেলপালিশ পরলে বা তুললেও নখ হলদেটে হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতেও চাই কিছু ব্যবস্থা। কী জিনিস দিয়ে করবেন পরিচর্যা?

নারকেল তেল

ত্বক তেলতেলে হোক বা শুষ্ক, নারকেল তেলের ব্যবহার করতে পারেন সকলেই। নখের উপরে এবং চারপাশে ভাল ভাবে দিয়ে দিন তেল। তার পরে আলাদা আলাদা করে প্রতিটি আঙুলে কিছু ক্ষণ মাসাজ করুন। বারবার মাসাজে তেল মিলিয়ে যাবে ত্বক ও নখের সঙ্গে। হাতের তেলতেলে ভাব কেটে যাবে।

রসুন

রসুনের প্রতিটি কোয়ায় থাকে ব্যাক্টিরিয়া নিধনের ক্ষমতা। ফলে নখে যদি কোনও ধরনের সমস্যা দেখা দেয়, কিংবা কোনও সংক্রমণ রসুনের বিকল্প নেই। দু’কোয়া রসুন বেটে নিতে হবে ভাল ভাবে। সেই রসুন বাটা কিছু ক্ষণ লাগিয়ে রাখতে হবে প্রতিটি আঙুলের নখের উপরে। লাগাতে হবে এমন ভাবে যাতে, নখের কোণে ভাল ভাবে পৌঁছোয় রসুনের রস। এ ভাবে রেখে দিতে হতে ১০ মিনিট। তার পরে হাত ধুইয়ে ফেলুন সুগন্ধী কোনও সাবান দিয়ে।

লেবুর রস

যাঁরা বেশি নেলপালিশ ব্যবহার করেন, তাঁদের জন্য লেবুর রস অতি গুরুত্বপূর্ণ। নখের কোণ হলদেটে হয়ে গেলে কিছুটা সময় হাতে রাখতে হবে শুধু পরিচর্যার জন্য। কাজ যদিও কঠিন নয়। একটা পাতি লেবু কেটে ফেলতে হবে। অর্ধেকটা লেবু ভাল ভাবে ঘষতে হবে প্রতিটি নখের উপরে। টানা এক সপ্তাহ এ ভাবে চললে গায়েব হবে সেই হলুদ ভাব।

নখ তো সব সময়ে রঙে ঢেকে রাখার নয়। মাঝেমাঝে দেখা যাক না রং ছাড়া সুন্দর নখ। আপনার হাত-পায়ের নখের চেহারা কিন্তু বলে দেয় স্বাস্থ্যের হাল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

home remedies Nail Care
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE