বাড়ি সাজিয়েছেন সুন্দর করে, কিন্তু বাড়িতে কেউ এলে তবেই আলাদা করে মনে পড়ে বাথরুমের ব্যাপারটা। তখন ভাবেন, সারা বাড়ি সাজানো হলেও বাথরুমটা ঠিক করে সাজানো নেই। অথচ দিনের বেশ খানিকটা সময় কিন্তু কাটে এখানেই। সেই জায়গাটা যদি সুন্দর করে না সাজানো-গোছানো থাকে, তা হলে বেশ সমস্যা। মনের ইতিবাচক ভাব আনতে বাড়ির পাশাপাশি বাথরুমকেও ঠিক ভাবে সাজানো গোছানো উচিত। আলাদা করে বেশি খরচ করার দরকার নেই। ছোটখাট কয়েকটি জিনিসেই বাথরুমের একঘেয়ে চেহারাটা বদলে দিতে পারেন আপনি।
এক রঙের জিনিস ব্যবহার
বাথরুমে যে ধরনের সামগ্রী ব্যবহার করেন, যেমন তরল সাবান রাখার জায়গা, তেলের শিশি, তোয়ালে ইত্যাদি এক রঙের হলে দেখতে ভাল লাগবে। একদম এক না হলে অন্তত সেই রঙের হালকা শেড-ও ব্যবহার করতে পারেন। এতে পুরো বাথরুমটার চেহারায় একটা মিল আসবে।