Advertisement
E-Paper

হোয়াটসঅ্যাপ এক্সপার্ট হতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখতেই হবে

আপনি কি হোয়াটসঅ্যাপে আছেন? উত্তরটা যদি না হয় তবে আপনি একেবারেই ব্যাকডেটেড। স্মার্টফোন থাকা যেমন জরুরি তেমনই ফোনে হোয়াটসঅ্যাপ থাকাটাও এখন স্মার্ট। এ দিকে এই জেনে নিন হোয়াটসঅ্যাপই মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে ওঠে। জেনে নিন বিরক্ত না হয়েও হোয়াটসঅ্যাপ ব্যবহারের কিছু খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১২:৪১

আপনি কি হোয়াটসঅ্যাপে আছেন? উত্তরটা যদি না হয় তবে আপনি একেবারেই ব্যাকডেটেড। স্মার্টফোন থাকা যেমন জরুরি তেমনই ফোনে হোয়াটসঅ্যাপ থাকাটাও এখন স্মার্ট। এ দিকে এই জেনে নিন হোয়াটসঅ্যাপই মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে ওঠে। জেনে নিন বিরক্ত না হয়েও হোয়াটসঅ্যাপ ব্যবহারের কিছু খুঁটিনাটি।

১।গ্রুপ চ্যাট ও নোটিফিকেশন মিউট করুন

সারাক্ষণ গ্রুপে নোটিফিকেশন আসতে থাকলে ক্রমাগত আওয়াজে বিরক্ত হন অনেকেই। এ দিকে গ্রুপ ছেড়ে বেরনো যায় না। তাই যতক্ষণ খুশি নোটিফিকেশন মিউট করে রাখুন।

কী ভাবে করবেন-

অ্যান্ড্রয়েডে- মেনু থেকে মিউট অপশনে হিট করুন।

আইফোনে- গ্রুপ ইনফো স্ক্রিন থেকে মিউট অপশন হিট করুন।

২। সেলুলার ব্যান্ডইথ বাঁচাতে মিডিয়া ডিসেবল করুন

হোয়াটসঅ্যাপে আপনি কী ডাইনলোড করতে চান কী করতে চান না সেটা বেছে নিন।

অ্যান্ড্রয়েডে ও আইফোন- সেটিংস থেকে চ্যাট সেটিংসে যান, এ বার মিডিয়া অটো ডাউনলোড থেকে বেছে নিন ইমেজ, অডিও বা ভিডিও।

৩। গ্রুপে কে পড়েছে মেসেজ

অ্যান্ড্রয়েডে-আপনার পাঠানো মেসেজ কিছুক্ষণ আঙুল দিয়ে চেপে রাখুন। সার্কেলের মধ্যে আই (l) সাইন আসবে। এই আই হিট করলেই দেখতে পাবেন কে আপনার মেসেজ পড়েছেন, কে পড়েননি।

আইফোনে- চ্যাটে মেসেজ ইনফো স্ক্রিন খুলুন। এরপর মেসেজ বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করলে দেখতে পাবেন কে পড়েছেন।

৪। লাস্ট সিন ও রেড রেসিপিয়েন্ট ডিসেবল করে রাখুন

অ্যান্ড্রয়েড ও আইফোন- সেটিংস থেকে অ্যাকাউন্টে যান। সেখান থেকে প্রাইভেসি অপশনে হিট করে ‘এভরিওয়ান’, ‘মাই কনট্যাক্টস’ বা ‘নোবডি’ বেছে নিন।

৫। ডেস্কটপ থেকে প্রোফাইল ফোটো, স্টেটাস মেসেজ বদল

এই ফিচার হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন যোগ হয়েছে। এর সাহায্যে ল্যাপটপ ক্যামেরা, ওয়েবক্যাম বা ড্রাইভে থাকা কোনও ছবি প্রোফাইলে আপলোড করতে পারবেন। আপনি কোনও গ্রুপের অ্যাডমিন হলে সেই গ্রুপেও এ ভাবে ছবি বদলাতে পারবেন।

৬। নতুন নম্বর

যদি আপনি সিম কার্ড বদল করেন তবে অ্যকাউন্ট ইনফরমেশন, গ্রুপ ও সেটিং ইমপোর্ট করার কিছু উপায় রয়েছে। এটা মাথায় রাখুন যে আপনার পুরনো নম্বর ডিলিট হয়ে যাবে। নতুন সিমকার্ডেই আসবে যাবতীয় কল ও মেসেজ।

অ্যান্ড্রয়েডে- মেন>সেটিংস>অ্যাকাউন্ট>চেঞ্জ নম্বর। এ বার প্রথমে পুরনো নম্বর টাইপ করুন, তারপর নতুন নম্বর।

আইফোন- সেটিংস>অ্যাকাউন্ট>চেঞ্জ নম্বর। অ্যান্ড্রয়েডের মতোই প্রথমে পুরনো নম্বর ও পরে নতুন নম্বর টাইপ করুন।

৭। হটস্পট

অ্যাটাচমেন্ট পেনে হিট করে বেছে নিন সেন্ড লোকেশন আইকন। আপনার আশেপাশের এলাকার রেস্তোরাঁ, হ্যাঙ্গআউটের সন্ধান পাবেন।

whatsapp smartphone android iPhone lifestyle MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy