করোনার সময়ে জীবনধারায় নানা ধরনের বদল এসেছে। কিছুক্ষণ অন্তর হাত ধোয়া এখন অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সর্বক্ষণ হাত পরিষ্কার রাখা যেমন জরুরি, তেমন হাতের কোমল চামড়ারও যত্ন নিতে হবে। না হলে বারবার ধোয়ার ফলে হাতের চামড়া শুষ্ক হয়ে যেতে পারে। তা থেকে তৈরি হতে পারে নানা অস্বস্তি। ফলে এমন কোনও হ্যান্ডওয়াশ প্রয়োজন, যা হাতের যত্ন নিতে সক্ষম। যাতে বারবার ধুলেও হাতের পাতা থাকে কোমল।
পরের বার হ্যান্ডওয়াশ কেনার আগে তাই কয়েকটি জিনিস খেয়াল করুন।