পুজোর সময়ে বাড়িতে অতিথির আগমনে নাজেহাল অবস্থা? ঘরের পাশাপাশি শৌচালয়ের পরিস্থিতিও শোচনীয় হয়ে উঠেছে। বার বার রাসায়নিক দেওয়া ক্লিনার ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক। তার বদলে যদি হাতে আসে এমন এক উপাদান, যা পরিবেশবান্ধব, সস্তা এবং শক্তিশালী ক্লিনার। ঘরেই বানিয়ে নিতে পারেন তেমন এক বিশেষ স্ক্রাব। প্রয়োজন নামমাত্র উপকরণ।
লেবুর স্ক্রাব দিয়ে পরিষ্কার করুন বাড়ির বাথরুম। দিনের শুরুতে ও শেষে যখন শরীর ও মন, দুইয়েরই শান্তির প্রয়োজন, তখন যেন স্নানঘরে পা রাখতেই এক ঝলক স্বস্তি মেলে। কিন্তু টাইলসের ময়লা দাগ, জেদি ছোপ, চাপ হয়ে থাকা গন্ধ সেই শান্তি কেড়ে নেয়। লেবুর তৈরি প্রাকৃতিক এই স্ক্রাব দিয়ে পরিষ্কার করলে বাথরুম প্রাণবন্ত হবে।
কিন্তু লেবুর স্ক্রাব কী ভাবে উপকারী?
লেবুর ভিতরে থাকে প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড, যা দাগ আর গন্ধ দূর করতে কার্যকরী। এতে থাকে হালকা ঝাঁঝালো ঘ্রাণ, যা মুহূর্তেই স্নানঘরের পরিবেশকে সতেজ করে তোলে। সবচেয়ে বড় কথা, এতে কোনও ক্ষতিকারক রাসায়নিক নেই, ফলে স্বাস্থ্যহানির ভয় নেই।
কী ভাবে বানাবেন?
উপকরণ
২–৩টি লেবু
অর্ধেক কাপ বড় দানার নুন বা চিনি
২–৩ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল
একটি শুকনো কাচের পাত্র
প্রণালী
লেবুর রস ভাল ভাবে চিপে নিন। তার সঙ্গে নুন বা চিনি মিশিয়ে দিন। শেষে তেল মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করুন। এই স্ক্রাব এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে।
ব্যবহার করবেন কী ভাবে?
টাইলস, বেসিন বা কলে এই স্ক্রাব মাখিয়ে নরম ব্রাশ বা কাপড় দিয়ে ঘষে নিন। নুন বা চিনি জমাট দাগ ঘষে তুলতে সক্ষম। লেবুর অ্যাসিড ময়লা গলিয়ে দিয়ে পরিষ্কার করে দেবে। তেল জায়গাগুলিকে হালকা পিচ্ছিল রাখবে, যাতে দ্রুত নোংরা না হয়। সব সময় স্ক্রাব ব্যবহার করার সময় গ্লাভস পরে থাকবেন। শুধু বাথরুম নয়, রান্নাঘরের সিঙ্ক, কাচ বা স্টিলের জিনিসেও এই স্ক্রাব ভাল কাজ করে।