দাঁতের যত্ন নিতে অনেকেই মাউথওয়াশ ব্যবহার করেন। কিন্তু দোকান থেকে কেনা মাউথওয়াশের গন্ধ কারও কারও ভাল লাগে না। তাই ইচ্ছা বা প্রয়োজন থাকলেও অনেকেই এটি ব্যবহার করতে পারেন না।
কিন্তু বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায় মাউথওয়াশ। তার জন্য দরকার অ্যালো ভেরার রস, বেকিং সোডা আর জল।