তাড়াহুড়োয় কফি খেতে গিয়ে আচমকা গায়ে পড়ে গেল? সর্বনাস! প্রিয়ে সাদা শার্টের দফরফা। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাথরুমে সাবান মাখিয়ে রেখে দিলেন। এক ঘণ্টা পর ঘষে ঘষে কাচলেন। তাও জায়গাটায় হলদে-বাদামি রঙের আভা রয়ে গেল তো? আর এই শার্ট পরে বেরোনোর সুযোগ থাকল না। প্রিয় শার্ট চলে গেল বাতিলের খাতায়।
এক চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হয় না। সাদা শার্ট বা কুর্তি পরতে যতই ভাল লাগুক, সকলেই আলমারিতে তুলে রাখেন বেশির ভাগ সময়ে। কারণ পরতে ভয় লাগে। কখন চা-কফি-তরকারি-সস পড়ে গেল আর প্রিয় পোশাকের দফরফা। কিন্তু কী করে দাগ তুলতে হয়, তার সঠিক পদ্ধতি জানা থাকলে আর এত ভয় পাবেন না। তখন আলমারিতে তুলে না রেখে মাঝেমাঝেই পরতে পারেন। জেনে নিন কোনও খাবার বা চা-কফি পড়ে গেলে কী করবেন।