Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩
Hrithik Roshan

হৃতিকের সুঠাম চেহারা ঈর্ষণীয়, তবে তাঁর ফিটনেস প্রশিক্ষকের পারিশ্রমিক কত, জানেন?

হৃতিক রোশনের আকর্ষণীয় চেহারার অনেকটা কৃতিত্ব তাঁর ফিটনেস প্রশিক্ষকের। অভিনেতার ফিটনেস প্রশিক্ষকের মাসিক বেতন জানেন?

Symbolic Image.

হৃতিক রোশন। ছবি:সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৯:৫৩
Share: Save:

হৃতিক রোশনের সুঠাম চেহারায় অনুপ্রাণিত আট থেকে আশি। অভিনয় তো বটেই, তবে দেহসৌষ্ঠব এবং শারীরিক সক্ষমতার জন্যেও তাঁর বিশেষ খ্যাতি বলিউডে। হৃতিকের পেশিবহুল ধারালো চেহারা লক্ষ লক্ষ অনুরাগীর অনুপ্রেরণা। বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেতা তাঁকে বলাই যায়। তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় পর্বে এমন নায়কোচিত চেহারা ছিল না হৃতিকের। তাঁর বাবা রাকেশ রোশন নিজেই জানিয়েছিলেন সে কথা। তা হলে কী ভাবে এমন আকর্ষণীয় হয়ে উঠলেন অভিনেতা? শোনা যায়, নেপথ্যে রয়েছেন হৃতিকের ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিন। শরীরচর্চা করতে তিনিই সব সময় উৎসাহিত করেন হৃতিককে। তাঁরই তত্ত্বাবধানে ভরসা রেখে শরীরচর্চা করেন হৃতিক।

ক্রিসকে প্রশিক্ষক হিসাবে পেতে চান অনেকেই। তবে তাঁর মাসিক বেতন শুনলে আঁতকে ওঠা ছাড়া উপায় নেই। মাসে ৭ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্রিস নিয়ে থাকেন কাউকে ব্যক্তিগত ভাবে ফিটনেস প্রশিক্ষণ দেওয়ার জন্য। সারা ভারত জুড়েই ক্রিসের ফিটনেস প্রশিক্ষণকেন্দ্র ছড়িয়ে আছে। মুম্বই, মোহালি, রায়পুর, গুরুগ্রাম, কলকাতার বড় বড় শহরে ঘুরে ঘুরে শরীরচর্চার পাঠ দেন তিনি। তারকাদের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয়। ‘কৃশ’ ছবির সময় থেকেই ক্রিসের সঙ্গে দেখা করেন হৃতিক। ২০১১ থেকে শুরু হয় কসরত। সপ্তাহ দশেকের মধ্যে হৃতিকের চেহারার ভোল পাল্টে দেন তিনি। ছবিতে হৃতিকের দেহসৌষ্ঠবের নেপথ্যে ক্রিসের ভূমিকার কথা প্রকাশ্যে আসতেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি, বাড়ে তাঁর কাছে প্রশিক্ষণ নেওয়ার চাহিদা। হৃতিক ছাড়াও ক্রিসের কাছে চেহারার ভোল বদলে সাহায্য নিয়েছেন জন আব্রাহাম, রণবীর সিংহ, মহেশ বাবুর মতো একাধিক ভারতীয় তারকা। কিন্তু জানেন কি, হৃতিক প্রতি মাসে কত টাকা বেতন দেন ক্রিসকে? সংখ্যাটি শুনে বিস্মিত হতে পারেন অনেকেই। ক্রিসকে প্রতি মাসে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক দেন হৃতিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE