Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lifestyle News

যোগাভ্যাস শুরু করতে হলে এই স্বাভাবিক বিষয়গুলো মাথায় রাখুন

যোগাসনের সুফল পেতে গেলে কিন্তু নিয়মিত অভ্যাস করতেই হবে। তাই প্রথম থেকেই নিজেকে বেশি চাপ না দিয়ে জেনে নিন কিছু স্বাভাবিক বিষয়। যোগাভ্যাস করতে হলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।

যোগের সুফল পেতে গেলে সপ্তাহে অন্তত তিন দিন নিয়মিত অনুশীলন প্রয়োজন। ছবি: পিক্সাবে।

যোগের সুফল পেতে গেলে সপ্তাহে অন্তত তিন দিন নিয়মিত অনুশীলন প্রয়োজন। ছবি: পিক্সাবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১৬:৫২
Share: Save:

সারা বিশ্বেই যোগের উপকারিতার প্রচার যেমন বাড়ছে, তেমনই আবার ঝোঁকের বশেও অনেকে বেছে নিচ্ছেন যোগাভ্যাস। কখনও কয়েক সপ্তাহে সেলিব্রিটিদের মতো দেহসৌষ্ঠব বানানোর নেশায় প্রথমেই অত্যন্ত জটিল আসন বেছে নিয়ে বিপদে পড়ছেন কেউ কেউ। কখনও আবার কয়েক দিন ক্লাস করেই অভ্যাস থেকে বিচ্যুত হয়ে পড়ছেন অনেকে। যোগাসনের সুফল পেতে গেলে কিন্তু নিয়মিত অভ্যাস করতেই হবে। তাই প্রথম থেকেই নিজেকে বেশি চাপ না দিয়ে জেনে নিন কিছু স্বাভাবিক বিষয়। যোগাভ্যাস করতে হলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।

শারীরিক অবস্থা

যোগাভ্যাস করার আগে নিজের শারীরিক অবস্থা, সমস্যা সম্পর্কে সচেতন হন। যেমন যদি আপনার উচ্চ-রক্তচাপের সমস্যা থাকে তা হলে সেই অনুযায়ী আপনার আসন বেছে নেওয়া উচিত। সব আসন যে সকলের জন্য নয় বা সব রকম মেডিক্যাল কন্ডিশনে চর্চা করা সম্ভব নয়, বিশেষজ্ঞরা সেই ব্যাপারে বারবার সচেতন করে থাকেন।

বেসিক

যোগের অনেক ধরন রয়েছে। যেমন হাত যোগ, পাওয়ার যোগ, বিক্রম যোগ, অ্যাকোয়া যোগ। কোন ধরনের যোগ আপনি অভ্যাস করতে চান তা ঠিক করে নিন। সাধারণত বেশির ভাগ স্টাইলই বেসিক যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের উপর নির্ভর করে করা হয়।

শ্বাস-প্রশ্বাস

আসন একটু জটিল হলেই আমরা শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে ভুলে যাই। কিন্তু যোগ বিষয়টাই দাঁড়িয়ে রয়েছে শ্বাস-প্রশ্বাসের উপর। আসন ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেই শরীর ডিটক্স হয়। তাই আসনের সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে নিজেকে রিল্যাক্সড রাখা প্রয়োজন।

অতিরিক্ত চাপ

খুব বেশি জটিল আসন করার জন্য বা অন্যদের সঙ্গে তাল রাখার জন্য নিজেকে চাপ দেবেন না। যোগ কিন্তু শিল্প। যার জন্য শরীরের ধৈর্য, একাগ্রতা ও যত্নের প্রয়োজন। যদি কোনও আসন খুব কঠিন লাগে তা হলে নিজেকে চাপ দেবেন না। ইন্সট্রাকটারের কথা মেনে চলুন।

আরও পড়ুন: মধুচন্দ্রিমা নয়, জেন ওয়াই-এর মনে জায়গা করে নিচ্ছে যোগচন্দ্রিমা

নিয়ম

বেসিক রুটিন কিছু দিন মেনে চলার পর অনেকেই ছেড়ে দেন। ক্লাসে যাওয়া বন্ধ করে দেন। বাড়িতেও অনুশীলনে ছেদ পড়ে। মনে রাখবেন কোনও কিছু সুফল কিন্তু এক দিনে পাওয়া যায় না। যোগের সুফল পেতে গেলে সপ্তাহে অন্তত তিন দিন নিয়মিত অনুশীলন প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Care Tips Yoga Exercise
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE