শুধু শীতকালে নয়, বর্ষার দিনেও অনেকে গরম জলে স্নান করতে পছন্দ করেন। তার জন্য বাথরুমে প্রতি দিন গিজ়ার ব্যবহৃত হয়। কিন্তু গিজ়ার অনেকেই চালিয়ে বন্ধ করতে ভুলে যান। এমনকি, স্নানের সময়েও গিজ়ার চলতে থাকে। এই জল গরম করার যন্ত্রটিতে একাধিক সুরক্ষা ফিচার থাকে। তা সত্ত্বেও বর্ষার সময়ে গিজ়ার বেশি ক্ষণ চালিয়ে রাখা সম্পূর্ণ নিরাপদ নয়। সামান্য অসর্তকতায় মারাত্মক বিপদ ঘটতে পারে।
আরও পড়ুন:
স্নানের সময়ে গিজ়ার
জল গরম করার জন্য গিজ়ার ব্যবহার করা হয়। কিন্তু যন্ত্রটি যদি পুরনো হয় বা বাড়িতে বৈদ্যুতিক তার যদি পুরনো হয়, তা হলে স্নানের সময়ে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। স্নানের সময় শরীর ভিজে থাকে। ফলে তা সহজেই তড়িৎ বহন করতে পারে। গিজ়ারে কোনও লিকেজ থাকলে অল্পেতেই কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়াও গিজ়ারের জল গরম করার ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি থাকে। সেই বৈদ্যুতিক সার্কিট যদি বিকল হয়, তা হলে হঠাৎ করেই গায়ে অতিরিক্ত গরম জল পড়তে পারে। তার ফলে ত্বক পুড়ে যেতেও পারে। বর্ষার সময়ে বাড়ির দেওয়াল ভিজে থাকে। দেওয়াল স্যাঁতসেঁতে থাকলেও তা সহজেই বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে। তাই গিজ়ার নিয়ে সাবধান হওয়া উচিত।
কী করা উচিত
স্নানের আগে গিজ়ার চালিয়ে জল গরম করে নিতে হবে। কিন্তু স্নানের সময়ে যন্ত্রটি বন্ধ করে রাখা উচিত। যদি স্নানের জন্য অতিরিক্ত জলের প্রয়োজন হয়, তা হলে আলাদা একটি বালতিতে গরম জল রেখে দেওয়া যায়।
এ ছাড়াও গিজ়ার ঠিক মতো কাজ করছে কি না, তা জানার জন্য ছ’মাস অন্তর এক বার করে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। সময়ের সঙ্গে গিজ়ারের মধ্যে জল থেকে আয়রনের আস্তরণ তৈরি হয়, যা যন্ত্রটিকে বিকল করে দিতে পারে। তাই গিজ়ার পরিষ্কার করাটাও গুরুত্বপূর্ণ।
গিজ়ার বন্ধ থাকলেও স্নানের সময় গিজ়ারের গায়ে, প্লাগে বা সংলগ্ন পাইপে হাত দেওয়া উচিত নয়। এতে তড়িতাদহত হওয়ার আশঙ্কা থাকে।