Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩
Lipstick

Lipstick: লাল লিপস্টিকে ফুটিয়ে তোলেন ব্যক্তিত্ব? সাজে চমক আনার জন্য রইল কিছু পরামর্শ

অনলাইন মিটিং এবং কাজের এই সময়ে যখন আপনার পোশাকের অধিকাংশ অংশ দেখাই যায় না উল্টো দিক থেকে, তখন এই লাল লিপস্টিকই নজর কাড়তে পারে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১৩:৫৫
Share: Save:

সাজের কথা উঠলেই একটি প্রসঙ্গ এখন বারবার ওঠে। ‘পাওয়ার ড্রেসিং’।

কী সে জিনিস?

সাজ-পোশাক হবে এমন যাতে আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে। কাজের ধরনের সঙ্গে মিলিয়ে হবে সেই সাজ। কর্মক্ষেত্রে জোরদার করবে উপস্থিতি।

লাল লিপস্টিক এমন সাজের এক গুরুত্বপূর্ণ অঙ্গ বলেই ধরা হয়। ঠোঁটের সেই রঙের মাধ্যমেই ব্যক্তিত্বের ভার ফুটে উঠবে বাকি চেহারায়। বিশেষ করে অনলাইন মিটিং এবং কাজের এই সময়ে যখন আপনার পোশাকের অধিকাংশ অংশ দেখাই যায় না উল্টো দিক থেকে, তখন এই লাল লিপস্টিকই নজর কাড়তে পারে।

তবে যেমন তমন করে লাল রঙের লিপস্টিক লাগালেই হল কি? সব ধরনের সাজেরই কিছু নিয়ম থাকে। এ ক্ষেত্রেও রয়েছে—

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) মুখের বাকি অংশের কথা ভাবুন। অর্থাৎ, লাল লিপস্টিক ব্যবহার করলে কি সঙ্গে গোলাপি ব্লাশ ভাল দেখাবে? আইলাইনার কি ব্যবহার করবেন তার সঙ্গে? তার রং কী হওয়া ভাল? সব দিকই ভেবে নেওয়া জরুরি।

২) লিপ লাইনার ব্যবহার করুন। তাতে ঠোঁট আরও ফুটে উঠবে। সঙ্গে জোরাল হবে লাল রঙের উপস্থিতিও।

৩) কাজের জায়গায় যদি উজ্জ্বল লাল রঙের লিপস্টিক ব্যবহার করেন, তবে চোখের সাজ হোক হাল্কা। ঠোঁটই আপনার হয়ে কথা বলুক।

লাল লিপস্টিক পরে সাজতে হলে এমন কয়েকটি বিষয় নজর দেওয়া যায়। তাতে সাজ হয়ে উঠবে আরও সুন্দর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE