পুজোর সময়ে বেলায় বেলায় সাজ বদলানো হয়। এক বেলার শাড়ির সঙ্গে অন্য বেলার লিপস্টিক-আইশ্যাডো অনেক সময়েই মানায় না। তাই ঝটপট তুলতে হয় মেকআপও। যাঁরা এই সাজগোজ করেন, তাঁরা জানেন এই কাজটি কত কঠিন। সযত্নে নিজেকে সাজানোর চেয়ে ঢের বেশি কঠিন হল সেই সাজ তোলা।
কিন্তু পুজোর সময়ে বহু কঠিন কাজই সহজ করে নিতে হয়। সাজ তো কম হতে দেওয়া চলে না। মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন রান্নাঘরের কয়েকটি জিনিস। সহজেই মেকআপ উঠবে। আর ত্বকেরও ক্ষতি কম হবে।
কী কী ব্যবহার করা যায়?