করোনাকালে বেড়েছে মাস্কের ব্যবহার। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সামাজিক উদ্বেগ। এমনকি যাঁদের এই ধরনের কোনও উদ্বেগ আগে ছিল না, তাঁদের অনেকেও এই সমস্যায় আক্রান্ত হয়েছেন। এমনই বলছে হালের গবেষণা।
সম্প্রতি ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের তরফে একটি গবেষণা চালানো হয়েছে। গবেষণাপত্রে দাবি করা হয়েছে, মাস্কের কারণে বহু মানুষ উদ্বেগ, মানসিক চাপ এবং মানিয়ে না উঠতে পারার সমস্যায় ভুগছেন। শুধু তাই নয়, বেড়েছে সামাজিক উদ্বেগের পরিমাণও। যাঁদের এই সমস্যা আগে ছিল না, তাঁদের অনেকেই এখন এই সমস্যায় ভুগছেন।
কী এই সামাজিক উদ্বেগ?