বাড়ির বয়স বছর কুড়িও হয়নি। হঠাৎ দেখলেন, কার্নিস থেকে মাথা উঁচিয়ে রয়েছে অশ্বত্থ গাছ। ডালপালা মেলে ক্রমেই বেড়ে উঠছে গাছটি। বাড়ির দেওয়ালে, ছাদের ফাঁকফোকরে অশ্বত্থ গাছ গজানো নতুন বিষয় নয়। তবে সমস্যা হল, সময়ে সেটি না কেটে ফেললে, এই গাছ শিকড় বিস্তার করে ফাটিয়ে দিতে পারে কংক্রিটের দেওয়ালও। সমস্যা রয়েছে আরও। এই গাছ কখন বাড়ির কোন অংশ বেড়ে উঠছে, টের পান না বাড়ির লোকেরাও। কারণ, হয়তো সেটি এমন এক দেওয়াল বা কার্নিসের খাঁজে মাথা তুলেছে, যা সহজে চোখে পড়ার কথা নয়। এর ফলে গাছ বেড়ে ক্ষতি করে দেয় দেওয়ালের। যখন তা চোখে পড়ে, তখন হয়তো সেই কার্নিসে ফাটল তৈরি হয়ে গিয়েছে।
মুশকিল হল, অশ্বত্থ গাছ হাত দিয়ে টেনে উপড়ে ফেললেও রয়ে যায় শিকড়। তা থেকে আবার কিছু দিনের মধ্যে নতুন চারা হয়। কী ভাবে এই গাছ নির্মূল করবেন? রাসায়নিক ব্যবহারে এই সমস্যার সমাধান হতে পারে বটে, কিন্তু সে জন্য পেশাদারদের সাহায্য প্রয়োজন। তবে ঘরোয়া টোটকাও এ কাজে লাগাতে পারেন। বেশি কিছু না, লাগবে শুধু নুন।
আরও পড়ুন:
পদ্ধতি
· ১ কাপ নুন এক লিটার উষ্ণ জলে গুলে নিন। যত ক্ষণ না মিশে যাচ্ছে, চামচ দিয়ে নাড়তে থাকুন।
· ছুরির সাহায্যে গাছটি কেটে ফেলুন। শিক়ড় যতটা বার করে ফেলা যায়, করে নিন।
· ফাটল হয়ে গেলে সেখানে জমে থাকা ধুলোময়লা পরিষ্কার করে নুনজল ঢেলে দিন। যেন ফাটলের গভীর পর্যন্ত জল যায়। ফাটল থেকে সব সময় গাছের শিকড় পুরোটা বার করা যায় না। এ ক্ষেত্রে দেখতে হবে, যেটুকু শিকড় রয়েছে সেখানে যেন জল পৌঁছোয়।
· ফাটলে নুন ছড়িয়ে উপর থেকে জল স্প্রে করে দিতেও পারেন। তবে এক বার নুনজল দিলেই গাছের শিকড় থেকে আর চারা গজাবে না, তা নয়। এই জন্য সপ্তাহে দু’-তিন দিন একই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে।
· ধীরে ধীরে দেখা যাবে, সেখান থেকে আর নতুন চারা গজাচ্ছে না।