Advertisement
০৫ মে ২০২৪
NCIB

কোনও মেয়ের দিকে ১৪ সেকেন্ড তাকিয়ে থাকলেই হতে পারে জেল! হুঁশিয়ারি এনসিআইবি-র

এ বার থেকে মেয়েদের দিকে তাকানোর সময়ে নজর রাখতে হবে ঘড়িতে! না হলে হতে পারে কারাদণ্ড। জরিমানাও দিতে হবে।

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (এনসিআইবি)-র এই ধরনের একটি টুইট সমাজমাধ্যমে বেশ নজর কেড়েছে।

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (এনসিআইবি)-র এই ধরনের একটি টুইট সমাজমাধ্যমে বেশ নজর কেড়েছে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৯:৫৪
Share: Save:

অফিসে কোনও মহিলার আগমন হলেই হাঁ করে তাঁর দিকে তাকিয়ে থাকেন কত ক্ষণ। বাস-ট্রামে কত সুন্দরী মহিলার দিকে চোখ চলে যায় বেখেয়ালে, তার হিসাব থাকে না। কিন্তু এ বার থেকে মেয়েদের দিকে তাকানোর সময়ে নজর রাখতে হবে ঘড়িতেও!

ভাবছেন, এ আবার কেমন কথা?

সাবধান! কোনও মেয়ের দিকে এক নজরে নির্দিষ্ট সময়ের বেশি তাকিয়ে থাকলে হতে পারে কারাদণ্ডও। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (এনসিআইবি)-র এই ধরনের একটি টুইট সমাজমাধ্যমে বেশ নজর কেড়েছে। এই এনসিআইবি একটি অসরকারি সংস্থা। এনসিআইবি-র টুইটে বলা হয়েছে, ‘‘কোনও পুরুষ যদি কোনও পরিচিত বা অপরিচিত মহিলার দিকে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কিংবা মজার ছলে ১৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকেন, তবে তা ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৯ ধারায় গর্হিত অপরাধ হিসাবে গণ্য হবে। এমনকি, সেই ব্যক্তির নারী নিগ্রহের দায়ে জেলও হতে পারে।’’

এনসিআইবি আরও জানিয়েছে, এ ক্ষেত্রে কোনও অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হন, তা হলে তাঁর ৩ মাস থেকে ১ বছরের জেল হবে। তাঁকে জরিমানাও দিতে হতে পারে।

এনসিআইবি-র এই পোস্ট নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। নানা জনে নানা মন্তব্য করতে শুরু করেছেন। পোস্টটি ঘিরে হাস্যকর মিমও ঘুরছে ইন্টারনেটে। এক জন প্রশ্ন তুলেছেন, ‘‘সামনের মানুষটি যে ১৪ সেকেন্ডের বেশি সময় ধরে তাকিয়ে আছেন, তা কী ভাবে প্রমাণ করবেন মহিলারা?’’

মেয়েদের জন্য একই রকম নিয়ম রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক জন লিখেছেন, ‘‘মেয়েরাও যদি ১৪ সেকেন্ড ছেলেদের দিকে তাকিয়ে থাকেন, তার জন্য কোন আইপিসি-র ধারা আছে?’’ আর এক জন আবার মজার ছলে বলেছেন, ‘‘১৩ সেকেন্ড মানেই তা হলে নিরাপদ!’’ আর এক জন লিখেছেন, ‘‘মহিলাদের সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, সে বিষয়ে সন্দেহ নেই। তবে এই আইনের যেন অপব্যবহার না হয়, সে দিকেও নজর দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

flirting Women Harassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE