Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Nepal

Nepal Tour: নেপালে বেড়াতে যেতে চান? কোন কোন নিয়ম মানতে হবে তার জন্য

ভারতীয় পর্যটকদেরও এ বার সে দেশে বেড়াতে যাওয়ার অনুমতি দিচ্ছে নেপালের পর্যটন মন্ত্রক। কিন্তু তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।

এ বার নেপালে যেতে পারবেন পর্যটকরা

এ বার নেপালে যেতে পারবেন পর্যটকরা ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৪
Share: Save:

পর্যটকদের জন্য দেশের দরজা খুলে দিল নেপাল সরকার। শুরু হল বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া। ভারতীয় পর্যটকদেরও এ বার সে দেশে বেড়াতে যাওয়ার অনুমতি দিচ্ছে নেপালের পর্যটন মন্ত্রক। কিন্তু তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।

নেপালে বেড়াতে যেতে হলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে? এক নজরে দেখে নেওয়া যাক।

• প্রত্যেক পর্যটককেই কোভিডের দু’টি টিকা নেওয়ার শংসাপত্র দেখাতে হবে।

• দ্বিতীয় টিকাটি নেওয়ার কমপক্ষে ১৪ দিন পরেই নেপালে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।

• নেপালে প্রবেশের আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষায় কোভিড সংক্রমণ ধরা পড়লে, নেপালে প্রবেশ করা যাবে না।

• নেপালে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করাতে হবে।

• যদি কোনও পর্যটকের দু’টি টিকা নেওয়া না হয়, তা হলে তাঁকে নেপালে পৌঁছে ১০ দিন নিভৃতবাসে কাটাতে হবে।

নেপালে এই মুহূর্তে কোভিড সংক্রমণের হার কিছুটা কম। সেপ্টেম্বর মাস থেকে সেই কারণেই পর্যটকদের জন্য দেশের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নেপাল। দেশের অর্থনীতির অনেকটাই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। করোনাকালে পর্যটন শিল্পের হাল খুব খারাপ হয়েছে। তাই আবার পর্যটনে জোর দেওয়ার কথা ভাবছে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nepal tourism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE