Advertisement
১০ মে ২০২৪
Parenting Tips

Parenting: বাবা-মা কাজে ব্যস্ত? একাই কী ভাবে ভাল থাকতে পারে শিশু

বাবা-মা কাজ বন্ধ করে বসে থাকতে পারেবন না। বরং অন্য পথ বেছে নিতে পারেন অভিভাবকেরা। সন্তানকেও শেখাতে পারেন নিজের মতো করে সময় কাটানোর পদ্ধতি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৯:০২
Share: Save:

এখন বেশির ভাগ বাড়িতেই একজন কি দু’জন সন্তান। বাবা-মা দু’জনেই কাজে ব্যস্ত। সে কাজ বাড়ি থেকে হোক বা অফিসে গিয়ে।

সঙ্গে থাকে সংসারের হাজার চিন্তা। তার মধ্যে কতটুকু সময় পায় শিশুটি?

এ নিয়ে চিন্তা বহু বাবা-মায়ের। অপরাধবোধও কাজ করে। বিশেষ করে কর্মরতা মায়েদের বলতে শোনা যায় সে কথা। পরিবারের অনেকেও মনে করেন সন্তানকে মা বঞ্চিত করছেন।

কিন্তু বাবা-মা কাজ বন্ধ করে বসে থাকতে পারেবন না। বরং অন্য পথ বেছে নিতে পারেন অভিভাবকেরা। সন্তানকেও শেখাতে পারেন নিজের মতো করে সময় কাটানোর পদ্ধতি। তাতে সন্তান ব্যস্ত থাকবে। মনেও থাকবে আনন্দ।

শিশুটি আনন্দে থাকলে অপরাধবোধও কম আসবে বাবা-মায়ের মনে।

কিন্তু কী ভাবে নিজেই সুন্দর সময় কাটাতে পারে শিশু?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) বই পড়ার অভ্যাস করানো যায়। বইয়ের মতো সঙ্গী হয় না। তাতে শিক্ষা হয়, আবার মনও ভাল থাকে। আগে মায়েরা বেশি বাইরে কাজ করতে না গেলেও সংসার সামলাতে ব্যস্ত থাকতেন। তখনও এভাবে নিজে বই পড়ে শিখতে হতো বহু শিশুকে।

২) কোনও বাজনা শেখানো যায়। বেহালা কিংবা গিটার। প্রথম কয়েকটা দিন ক্লাসের সময়ে তাকে সঙ্গ দিতে হবে। তার পরে এমন বাজনা হয়ে উঠবে তার একাকিত্বের সঙ্গী। সুরের প্রভাবে ভাল থাকবে মনও।

৩) নিজের কাজ করতে শেখান। শিশুকে সময় দিতে পারছেন না বলে, তার সব কাজ বাবা-মা করে দিতে চান। এমন ঘটে বহু ঘরে। কিন্তু তা না করে সন্তানকে স্বাবলম্বী করে তোলা যায়। তার বই, জামা, খেলনা ঘুছিয়ে রাখার দায়িত্ব পাক ছোট থেকে। কাজ শেখা হবে। সময়ও ভাল কাটবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Children loneliness music Parenting Tips Books
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE