তাঁর সফল সঙ্গীতচর্চার পিছনে কি যোগাসনের কোনও ভূমিকা আছে? সে সম্পর্কে কিছু না বললেও, তাঁর সুস্থ শরীরের পিছনে যোগাসনের অবদান মেনে নিয়েছেন প্রাক্তন-‘বিটলস’ তারকা পল ম্যাককার্টনি। তবে অন্য যোগাসনের কথা না বললেও, সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁর নতুন পছন্দ ‘চোখের যোগাসন’।
৭৯ বছরে পৌঁছেও রীতিমতো সুস্থ ম্যাককার্টনি। সম্প্রতি এক অডিয়ো-বার্তায় সুস্থ থাকার বিষয়ে বলতে গিয়ে গায়ক বলেছেন, প্রতিদিন চোখের ব্যায়ামই তাঁকে চাঙ্গা রেখেছে।
কোথায় শিখলেন এই ব্যায়াম? ম্যাককার্টনি জানিয়েছেন, ২০০০ সাল নাগাদ তিনি ভারতে এসেছিলেন। সেই সময় এক সাধুর সঙ্গে তাঁর আলাপ হয়। সাধু তাঁকে এই যোগাসন শেখান।