Advertisement
২৫ জুন ২০২৪
Bizarre Relationship Story

স্বামীকে ছেড়ে ছেলের সঙ্গেই শারীরিক সম্পর্কে জড়ালেন ৩৭-এর মহিলা! জন্ম দিলেন দুই সন্তানের

রাশিয়ার ভ্লগার মেরিনা বালমাশেভা ২০২১ সালে নিজের ছেলে ভ্লাদিমির ভোভা শাভিরিনকে বিয়ে করেন। কী ভাবে ছেলের সঙ্গে সম্পর্কে জড়ালেন তিনি?

২০২১ সালে নিজের সৎছেলে ভ্লাদিমির ভোভা শাভিরিনকে বিয়ে করেন মেরিনা।

২০২১ সালে নিজের সৎছেলে ভ্লাদিমির ভোভা শাভিরিনকে বিয়ে করেন মেরিনা। ছবি: প্রতীকী।

সংবাদ সংস্থা
উলান-উডে, রাশিয়া শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৩:৪০
Share: Save:

৩৭ বছরের এক নেটপ্রভাবী নিজের ছেলের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে সন্তানের জন্ম দিলেন। ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। রাশিয়ার ভ্লগার মেরিনা বালমাশেভা ২০২১ সালে নিজের সৎছেলে ভ্লাদিমির ভোভা শাভিরিনকে বিয়ে করেন। ২০২১ সালেই ছেলের সঙ্গে তাঁর প্রথম সন্তান হয়।

মেরিনা সাত বছর বয়স থেকে ভোভাকে চিনতেন। ভোভার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেরিনা তাঁর প্রতি আকৃষ্ট হতে থাকেন। ভ্লাদিমিরও তাঁর মায়ের প্রেমে পড়ে যান। এখন ভ্লাদিমির বয়স ২৩। ২০২১ সালে মেরিনার গর্ভে ভ্লাদিমিরের সন্তান আসার পর তিনি তাঁর স্বামী আলেক্স শ্যাভিরিনকে ছেড়ে চলে আসেন। কন্যাসন্তানের পর এ বার পুত্রসন্তানের জন্ম দিলেন মেরিনা। সমাজমাধ্যমে এসে মেরিনা নিজেই সুখবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। মেরিনা বলেন, ‘‘আমার শরীরের সমস্ত খুঁত অদেখা করে ভ্লাদিমির আমায় আপন করে নিয়েছিল। আমার জীবনসঙ্গী হিসাবে ভ্লাদিমিকে পেয়ে আমি খুব খুশি। ও আমার সুখ-দুঃখের সঙ্গী।’’

জীবনে নতুন সদস্য আসায় দারুণ খুশি মেরিনা ও ভ্লাদিমির।

জীবনে নতুন সদস্য আসায় দারুণ খুশি মেরিনা ও ভ্লাদিমির। ছবি: সংগৃহীত।

ছেলের সঙ্গে স্ত্রী সম্পর্কের কথা জানতে পেরে মোটেও খুশি হননি আলেক্স। সংবাদমাধ্যমকে অ্যালেক্স বলেন, ‘‘আমি বাড়িতে থাকলেও ও আমার ছেলের সঙ্গে সঙ্গম করত। ও আমার ছেলেকে নষ্ট করেছে। এই সম্পর্কে জড়ানোর আগে আমার ছেলের কোনও প্রেমিকাও ছিল না। অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ালে আমি তবুও মেরিনাকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবতাম। আমি ঘুমোনোর সময় আমাকে ছেড়ে ও ছেলের ঘরে গিয়ে সঙ্গম করত। তার পর আবার আমার ঘরে এসে শুয়ে পড়ত, এমন ভান করত যেন কিছুই হয়নি। ওকে কখনও ক্ষমা করতে পারব না।’’

জীবনে নতুন সদস্য আসায় দারুণ খুশি মেরিনা ও ভ্লাদিমির। সমাজমাধ্যমে মেরিনা বলেন, ‘‘ছেলে ও বাবার সম্পর্ক আমার কারণে নষ্ট হয়েছে বলে আমি দুঃখিত। মা হয়ে ছেলের সঙ্গে সন্তানের জন্ম দিয়েছি বলে অনেকে কটাক্ষ করেন আমায়। তবে আমাদের তাতে কিছু এসে-যায় না। আমরা সুখেই আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE