Advertisement
১১ মে ২০২৪
Couple

Money: জীবনসঙ্গীর থেকে লুকিয়ে টাকা নয়-ছয় করেন প্রায় ৩০ শতাংশ মানুষ, দাবি সমীক্ষায়

সঙ্গীর অজান্তে সঞ্চিত অর্থ ব্যায় করা থেকে আয় নিয়ে মিথ্যে বলা, অর্থনৈতিক কার্যকলাপ লুকিয়ে রাখেন অনেকেই।

 দাম্পত্য জীবনে একাধিক ধরনের অর্থনৈতিক প্রবঞ্চনার শিকার হতে হয় মানুষকে।

দাম্পত্য জীবনে একাধিক ধরনের অর্থনৈতিক প্রবঞ্চনার শিকার হতে হয় মানুষকে। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৬:৪৮
Share: Save:

দাম্পত্যে প্রবঞ্চনা মানে কি শুধুই অন্য মানুষের প্রতি দুর্বলতা? একেবারেই নয়। অর্থনৈতিক দিক থেকেও সঙ্গীর প্রবঞ্চনার শিকার হন প্রতি দশ জনে তিন জন। অন্তত সাম্প্রতিকতম একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

একটি মার্কিন সংস্থার করা সমীক্ষা জানাচ্ছেন দাম্পত্য জীবনে একাধিক ধরনের অর্থনৈতিক প্রবঞ্চনার শিকার হতে হয় মানুষকে। দেখে নেওয়া যাক সঙ্গীকে না জানিয়েই কী কী ভাবে খরচ করা হয় টাকা।

১। গোপন কেনাকাটা: ৩১.৪ শতাংশ
২। সঙ্গীর অজান্তে ধার-দেনা: ২৮.৭ শতাংশ
৩। আয় নিয়ে মিথ্যে কথা বলা: ২২.৬ শতাংশ
৪। সঙ্গীর অজান্তে সঞ্চিত অর্থ খরচ: ১০.৪ শতাংশ

কিন্তু কেন এমন করেন দাম্পত্য সম্পর্কে থাকা মানুষদের এত বড় একটি অংশ? শতকরা ৩৮ জনের বক্তব্য, অযথা ঝগড়াঝাঁটি এড়ানোর জন্যই সঙ্গীর থেকে নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড লুকিয়ে রাখেন তাঁরা। আবার ২৩ শতাংশ মানুষ জানিয়েছেন, ভুল ভাবে খরচ করার পর সঙ্গীকে বলতে লজ্জা লাগাই এর কারণ। ১৬ শতাংশের অবশ্য দাবি, অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেই ঘটিয়েছেন এমন ঘটনা।
তবে ৭ শতাংশ মানুষ জানিয়েছেন, সঙ্গীর থেকে নানা ধরনের খারাপ খবর লুকিয়ে রাখতেই তাঁদের টাকা পয়সার লেনদেন করেছেন লুকিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Couple infidelity Stealing money cheating
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE