ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে আফশোস করেন অনেকেই। কেউ সেই ভুল বোঝেন সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছনোর পরে। কেউ আবার সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও বুঝতে পারেন না। অভিনেত্রী নার্গিস ফকরি বলছেন, ‘‘আগে থেকে সতর্ক হলে সম্পর্কে তিক্ততা আসা বা সম্পর্ক ভেঙে যাওয়ার মতো মানসিক কষ্টের মুখোমুখিই হতে হয় না।’’ কিন্তু আগে থেকে সতর্ক হওয়ার কথা বলা যত সহজ, কার্যক্ষেত্রে সতর্ক হওয়া তত সহজ নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সতর্ক হতে হবে বুঝেও মানসিক নির্ভরতার জন্য তা বুঝতে চান না অনেকে। অভিনেত্রী জানাচ্ছেন, ‘‘কিছু কিছু লক্ষণ খুব স্পষ্ট। একটু নজর করলে তা ধরা যায়। এবং সময়মতো নিজেকে পিছিয়ে আসার জন্য প্রস্তুতও করে নেওয়া যায়।’’
কী কী লক্ষণ দেখলে সতর্ক হওয়া উচিত?
নার্গিস তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দু’টি বিষয়কে চিহ্নিত করেছেন।
১। চেষ্টা: সম্পর্ক খাঁটি কি না, তা বোঝা যায় উল্টো দিকের মানুষটির চেষ্টা দেখলে। নার্গিস মনে করেন, যিনি সম্পর্কে পুরোপুরি রয়েছেন, তিনি তাঁর সঙ্গীর জন্য যে কোনও সীমা অতিক্রম করতে চাইবেন। যদি সঙ্গীর মধ্যে সেই চেষ্টা না দেখেন, তা হলে বুঝবেন আপনি বৃথা সময় ব্যয় করছেন।

ছবি: সংগৃহীত।
২। আলাপ: সম্পর্ক সঙ্গীর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তিনি আপনার সঙ্গে ভবিষ্যতেও একসঙ্গে থাকার কথা ভাবছেন কি না, তা বোঝা যাবে একটি বিষয় খেয়াল করলে। লক্ষ করুন, একসঙ্গে সম্পর্কে থাকার নির্দিষ্ট সময়ের পরে তিনি কি নিজের বন্ধুবান্ধবের সঙ্গে আপনার আলাপ করিয়ে দিচ্ছেন? যদি আলাপ করিয়ে দেন, তবে খেয়াল করুন, কী ভাবে আলাপ করাচ্ছেন। যদি আপনাকে উপযুক্ত সম্মান দিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ করিয়ে দেন, তবে নিশ্চিন্ত হতে পারেন। তা না হলে সাবধান হওয়া উচিত। কারণ সেই আচরণেই প্রমাণ হবে, আপনি আপনার সঙ্গীর জীবনে কোন জায়গায় রয়েছেন।
মনোবিদ কী বলছেন?
সম্পর্কে চেষ্টা থাকা যে জরুরি, তা মানছেন মুম্বইয়ের মনোবিদ সোনাল খঙ্গারোটও। নার্গিসের সঙ্গে কিছুটা সহমত পোষণ করেই তিনি বলেছেন, ‘‘সঙ্গী যদি প্রকৃতপক্ষেই আপনার প্রতি আগ্রহী হন, আপনার সঙ্গে বাকি জীবন কাটাবেন বলে ভেবে থাকেন, তবে তিনি চেষ্টা করবেন। নিজের জীবনে আপনার জন্য জায়গা নিজের চেষ্টাতেই তৈরি করবেন। ছোট ছোট বিষয় মনে রাখা, প্রয়োজন হলে সমঝোতা করা, ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকেও রাখা— এই সব কিছুই সম্পর্ককে পাকাপোক্ত করতে চাওয়ার প্রকাশ।
তবে একই সঙ্গে মনোবিদ বলেছেন, অনেক সম্পর্ক এমনও হয়, যেখানে কোনও পক্ষই পাকাপাকি ভাবে একসঙ্গে থাকার কথা ভাবছেন না। সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এই ভাবনা কাজ করবে না।