বিয়ে করলেন পোশাকশিল্পী অভিষেক রায়। বহু দিনের সঙ্গী চৈতন্য শর্মার গলায় মালা দিলেন মধ্য কলকাতার এক হোটেলে। ধর্মীয় মতেই সম্পন্ন হল অনুষ্ঠান। রবিবারের বিবাহ-আসরে উপস্থিত ছিলেন অভিষেক ও চৈতন্যের কাছের জনেরা। দেখা গেল বহু নামী মুখকেও। কলকাতা শহরে বসে এমন ভাবে সাজিয়ে-গুছিয়ে সমকামী বিয়ে বিশেষ দেখা যায় না বলে মুগ্ধতাও প্রকাশ করলেন নিমন্ত্রিতদের কেউ কেউ।
গুরুগ্রামের বাসিন্দা চৈতন্য। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। জানিয়েছেন, আপাতত বাড়ি থেকেই কাজ করছেন। তাই এখন কিছু দিন অভিষেকের সঙ্গে এ শহরেই থাকছেন।
অভিষেকের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন রূপটানশিল্পী অনিরুদ্ধ চাকলাদার। তিনি জানালেন, অভিষেক ও চৈতন্যের বিয়ের অনুষ্ঠান এত যত্ন করে হয়েছে, তা দেখেই মন ভরে গিয়েছে। আনন্দবাজার অনলাইনকে অনিরুদ্ধ বলেন, ‘‘অভিষেকরা দু’জনে সকলের বাড়ি বাড়ি গিয়ে কার্ড দিয়ে নেমন্তন্ন করেছেন। আগে এমনই হত। কিন্তু আজকাল এত কিছুর সময় থাকে না। ওঁদের আয়োজনে খুব যত্ন ছিল। দেখেই মনে হচ্ছে ওঁরা আনন্দে থাকবেন।’’