বলিউডের তারকারাও তাঁর অভিনয়ের ভক্ত! এ যুগের বহু অভিনেতা ইরফান খানের জন্মদিনে তাঁকে স্মরণ করেন। তবে ইরফানের স্ত্রী সুতপা শিকদারের সেই তারকা ইরফানকে নিয়ে কোনও দিনই বিশেষ কোনও মুগ্ধতা ছিল না। ইরফানের সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে কথা বলতে গিয়ে সুতপা বলেছেন, ‘‘আমার স্বামী তারকা ছিল ঠিকই, কিন্তু আমার কোনও দিনই ওকে তারকা বলে মনে হয়নি।... আমার মধ্যে কোনও দিনই ওকে নিয়ে সেই ধরনের মুগ্ধতা ছিল না, যা বাকিদের ছিল।’’
অভিনয় জগতে দুই তারকার মধ্যে সম্পর্ক জোড়ে প্রায়শই। কারও কারও ক্ষেত্রে সেই সম্পর্কে বিয়ে পর্যন্তও গড়ায়। কিন্তু সেই সব তারকা দম্পতিদের কথা আলাদা। কারণ, বেশির ভাগ ক্ষেত্রে দু’জনে একই গ্ল্যামার জগতে ওঠাবসা করেন। সুতপা আর ইরফানের ব্যাপারটা তেমন ছিল না। এক দিকে যখন ইরফান হলিউড থেকে বলিউডে একের পর এক কাজ করে চলেছেন, তখন স্ত্রী সুতপা থেকেছেন প্রচারের আলোর বাইরে। এই ধরনের সম্পর্কে দু’তরফের মধ্যে সমতা বজায় রাখতে অসুবিধা হতে পারে। সুতপাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কখনও তারকা স্বামীর সংসার করতে অসুবিধা হয়নি। জবাবে সুতপা বলেছেন, ‘‘ইরফান আর আমি দু’জনেই সমান ছিলাম। হতে পারে ও অনেক বড় তারকা হয়েছে। অনেক বদলেছে নিজেকে। কিন্তু আদতে খুব ছোট্ট এক শহরতলি থেকে উঠে আসা ছেলে ও। আর আমি মানুষ হয়েছি পুরোদস্তুর একটি মেট্রোশহরে।’’
পুরানো সেই দিনের কথা...। অল্প বয়সে অভিনয়ের মঞ্চে ইরফান খান এবং সুতপা শিকদার।
‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’-য় প্রথম আলাপ দু’জনের। সেখান থেকেই প্রেম। সুতপা বলেছেন, ‘‘আমাদের মধ্যে যখন আলাপ হয়, তখন ও অর্ধেক জিনিসই জানত না, যা আমি জানতাম।’’ তবে সেই সঙ্গে সুতপা এ-ও বলেছেন, ‘‘আবার এমন অনেক কিছু আমিও জানতাম না, যা ও জানত। সেই অর্থে আমরা প্রথম থেকেই সমান ছিলাম।’’
সুতপা বুঝিয়েছেন, ইরফান যখন অনেক কিছু জানতেন না, তখনও তিনি তাঁকে নিজের থেকে খাটো করে দেখেননি। সমান ভেবেছেন। তাই ইরফান যখন নাম করেছেন, তখনও আলাদা ভাবে তাঁকে দেখার কথা মনে হয়নি তাঁর।
সম্পর্কের দাঁড়িপাল্লায় দু’তরফের সমান সমান ‘ওজন’-এর কথা বলেন অনেকেই। মূলত জ্ঞান, আর্থিক সাম্য, সামাজিক মর্যাদা ইত্যাদি বিষয়েই তুলনা টানা হয়। কিন্তু সুতপার কথায় স্পষ্ট, দাম্পত্যের ক্ষেত্রে অর্থ, জ্ঞান বা ধ্যান-ধারণা, সামাজিক স্তরের ঊর্ধ্বে উঠে পরস্পরের প্রতি সম্মানটাই বড়। সেটি অক্ষত থাকলে খ্যাতি, নাম, যশ— কোনও কিছুই মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে না।