Advertisement
E-Paper

মোবাইল থেকে চোখ সরাতে চায় না খুদে? সন্তানের বই পড়ার আগ্রহ বাড়াবেন কী ভাবে? রইল ৫ কৌশল

দেখেশুনে বই কিনে, হাতে ধরে তা মনোযোগ দিয়ে পড়তে দেখা যায় ক’জন শিশুকে? পড়ার বইয়ের বাইরে নেশা একটাই— মোবাইল বা পেল্লায় ট্যাব। সেখানে সর্বক্ষণ চলছে গেম খেলা বা ভিডিয়ো দেখা। তাই এই পর্যায়ে দাঁড়িয়ে বই পড়ার আগ্রহ হঠাৎ করে ফিরিয়ে আনা সহজ কাজ নয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৩৪
These are the ways to develop reading habits in Kids

বই পড়ার অভ্যাসই নেই? খুদেকে বইপোকা করে তুলবেন কী উপায়ে? ফাইল চিত্র।

গল্পের বই পড়ার অভ্যাস আর নেই বললেই চলে। বিশেষ করে এখন যারা দশের নীচে, তাদের চোখ আটকে থাকে টিভি, মোবাইল, আইপ্যাড, ল্যাপটপে। অডিয়ো-ভিস্যুয়ালের নেশা যত বেড়েছে, ততই পাল্লা দিয়ে কমেছে বই পড়ার আগ্রহ। দেখেশুনে বই কিনে, হাতে ধরে তা মনোযোগ দিয়ে পড়তে দেখা যায় ক’জন শিশুকে? পড়ার বইয়ের বাইরে নেশা একটাই— মোবাইল বা পেল্লায় ট্যাব। সেখানে সর্ব ক্ষণ চলছে গেম খেলা বা ভিডিয়ো দেখা। তাই এই পর্যায়ে দাঁড়িয়ে বই পড়ার আগ্রহ হঠাৎ করে ফিরিয়ে আনা সহজ কাজ নয়। কিন্তু ছোটরা যাতে বই থেকে একেবারে মুখ না ফেরায়, তার জন্য চেষ্টা করতে হবে অভিভাবকদেরই।

স্ক্রিনটাইম’ বেঁধে দিন

বই পড়াতে চাইলে আগে স্ক্রিনটাইম বেঁধে দিতে হবে। তবে গোড়াতেই মোবাইল নিয়ে নিলে শিশু আরও বেশি জেদ করবে। তাই দিনের কিছুটা সময় বেঁধে দিন। এই বিষয়ে মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ‘‘সারা দিনে এক ঘণ্টার মতো সময় টিভি দেখা বা মোবাইলে গেম খেলার জন্য দিতে পারেন। তার বেশি নয়। আর মোবাইলে শিশু কী ধরনের গেম খেলছে বা ভিডিয়ো দেখছে তাতেও নজর রাখতে হবে। বাকি সময়টা পড়ার বইয়ের বাইরে বিভিন্ন গল্পের বই পড়ানোর অভ্যাস করুন।’’

গল্প বলুন

এখনকার ছেলেমেয়েদের মধ্যে গল্প শোনার ধৈর্য কম। অভিভাবকেরাও সে ভাবে সময় দিতে পারেন না। কিন্তু যদি শিশুর মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে হয়, তা হলে ছোট থেকেই গল্প শোনার অভ্যাস তৈরি করুন। খাওয়ানোর সময়ে হাতে মোবাইল দেবেন না, গল্প বলুন। নানা রকম গল্প শোনার অভ্যাস তৈরি হলে শিশুর পড়ার আগ্রহও তৈরি হবে।

বাবা-মাকেও পড়তে হবে

শিশু যদি দেখে বাবা বা মা মোবাইলে স্ক্রল না করে সময় পেলেই বই, ম্যাগাজ়িন, খবরের কাগজের পাতা উল্টোচ্ছেন, তা হলে স্বাভাবিক ভাবেই ওর মধ্যেও পড়ার ঝোঁক বাড়বে। কারণ ছোটরা বড়দেরই অনুকরণ করার চেষ্টা করে। তাই আগে মা বা বাবাকে নিয়মিত পড়ার অভ্যেস তৈরি করতে হবে। বাড়িতেও তেমন পরিবেশ যেন থাকে। তা হলেই খুদের মধ্যে সেটা বুনে দেওয়া সহজ হবে।

লাইব্রেরির সঙ্গে পরিচয়

ছুটির দিনে খুদেকে নিয়ে শপিং মল বা রেস্তরাঁয় যাচ্ছেন ঠিক আছে, তবে সময় করে লাইব্রেরিতেও নিয়ে যান। ধারেকাছে লাইব্রেরি না থাকলে, বইয়ের দোকানেও নিয়ে যেতে পারেন। নিজে হাতে করে বই নেড়েচেড়ে দেখলে, সেখানেই বসে কিছুটা পড়তে পারলে বই পড়ার নেশা আপনা থেকেই তৈরি হবে।

বেছে বই কিনুন

ঠিক বয়সে ঠিক বই বেছে না দিলে পড়ার অভ্যেস তৈরি তো হবেই না, বরং বিরক্তি আসতে পারে। কেবল রূপকথা বা ছবি দেওয়া বই নয়, বরং ছোট থেকেই বাস্তব জগতের সঙ্গে একটু একটু করে পরিচয় করান। গদ্য, পদ্য, ছোটদের গল্পসমগ্রের মতো বিভিন্ন সাহিত্যিকের বই একটু একটু করে পড়ানোর অভ্যাস তৈরি করুন। গোড়ার দিকে, নিজেকেও ওর সঙ্গে পড়তে হবে। যে বয়সটায় খুদে নিজে পড়তে পারবে না, তখন মা-বাবাকেই গল্পগুলো পড়ে শোনাতে হবে। রিডিং পড়া নয়, এতে থাকবে অনেকখানি অভিনয়। গল্পের চরিত্রগুলি বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তুলতে হবে। তবেই গল্প শোনার ও নিজে পড়ার আগ্রহ তৈরি হবে।

Parenting Tips Mindful Parenting Parenting Book Reading reading habit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy