Advertisement
E-Paper

বিয়েতে প্রবল আপত্তি থাকা সত্ত্বেও সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিদ্যা! কেন করলেন সিদ্ধান্ত বদল?

বিদ্যা-সিদ্ধার্থের জুটি বেশ পছন্দও করেন অনুরাগীরা। তবে অনেকেই জানেন না, বিয়ে করায় একেবারেই সম্মতি ছিল না অভিনেত্রীর। তা হলে কী ভাবে মনবদল হল তাঁর, সম্প্রতি এক পডকাস্টে তা খুলে বলেছেন বিদ্যা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৩:২৫
ঠিক কী কারণে সিদ্ধার্থের প্রেমে পড়েন বিদ্যা?

ঠিক কী কারণে সিদ্ধার্থের প্রেমে পড়েন বিদ্যা? ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবন ক্যামেরার আড়ালে রাখতেই পছন্দ করেন বিদ্যা বালন। প্রযোজক সিদ্ধার্থ রায় কপূরের সঙ্গে দাম্পত্যের এক যুগ কাটিয়ে ফেলেছেন। বেশ কয়েক বছর প্রেমপর্বের পরে ২০১২ সালের ১৪ ডিসেম্বর বিয়ে সারেন তাঁরা। বিদ্যা-সিদ্ধার্থের জুটি বেশ পছন্দও করেন অনুরাগীরা। তবে অনেকেই জানেন না, বিয়ে করায় একেবারেই সম্মতি ছিল না অভিনেত্রীর। তা হলে কী ভাবে মনবদল হল তাঁর, সম্প্রতি এক পডকাস্টে তা খুলে বলেছেন বিদ্যা।

সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে মন খুলে কথা বলেছেন বিদ্যা। অভিনেত্রী বলেন, ‘‘আমি কখনওই বিয়ে করতে চাইনি, তবে সিদ্ধার্থ আমার ধারণা বদলে দিয়েছে। আমার খালি মনে হত, বিয়ে করলেই বুঝি মেয়েদের হাতে-পায়ে শিকল পড়ে যায়, তারা নিজের ইচ্ছেতে কোনও কাজই করতে পারে না। কেবল যে আমার মায়ের সময়কালে এই ধারণা প্রচলিত ছিল এমনটা নয়, এখনও কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়শই মহিলাদের একই অবস্থা চোখে পড়ে। আর ঠিক এই কারণেই আমি বিয়ে করতে চাইনি।’’

বিয়ের আগে বিদ্যার বন্ধুবান্ধব তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা ধরনের কথা বলতেন। বিদ্যা বলেন, ‘‘আমার বন্ধুরা আমায় তাঁদের মধুচন্দ্রিমার গল্প শোনাত, তবে সেই সব শুনে আমি কোনও রকম মন্তব্য করতাম না, চুপচাপ শুনতাম। সেই গল্প শুনতে আমার বিন্দুমাত্র উৎসাহ ছিল না। আমি শুধু ভাবতাম, বিয়ের পর মেয়েরা স্বাধীনতা হারিয়ে ফেলে। স্বামীরা স্ত্রীদের নিজের মতো করে চালনার চেষ্টা করেন। তবে সিদ্ধার্থ আমার সেই ধারণা ভেঙেছে।’’

বিদ্য়ার মতে, জীবনসঙ্গী নির্বাচন করা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি ভেবেচিন্তে নেওয়াই ভাল। তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিলে কিন্তু সারা জীবনের উপর তার প্রভাব পড়তে পাড়ে।

Relationship Tips Vidya Balan Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy