Advertisement
০৩ মে ২০২৪
Life Hacks

ছ’মাসের মধ্যেই নতুন ফোনের ব্যাটারি গোলমাল করছে? কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

দিনের বেশির ভাগ সময়েই ফোনে চার্জারের তার গোজা থাকে অনেকের। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভাল নয়। এতে মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে। কী ভাবে দীর্ঘ দিন ভাল রাখবেন ফোনের ব্যাটারি?

ফোনের ব্যাটারি ভাল রাখার ৭ টোটকা।

ফোনের ব্যাটারি ভাল রাখার ৭ টোটকা। ছবি: শাটারস্টক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ২০:০৫
Share: Save:

মোবাইল ছাড়া এখন আমরা একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। সকালের অ্যালার্ম থেকে ফিটনেস ট্র্যাকিং, মেসেজ থেকে মেল, সব কিছুই এখন মুঠোফোনে বন্দি। মোবাইলে চার্জ পুরো আছে কি না, তা নিয়ে সব সময়েই অনেকে ভীষণ উদ্বিগ্ন থাকেন। ফোনে পুরো চার্জ না থাকলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। দিনের বেশির ভাগ সময়েই ফোনে চার্জারের তার গোজা থাকে। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভাল নয়। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।

মোবাইল ফোন ১ বছরেই বিগড়ে যায়। জেনে নিন দীর্ঘ দিন ব্যাটারি ভাল রাখার উপায়।

১) মোবাইলে ২০ শতাংশ চার্জ থাকলে তবেই ফোন চার্জে বসান।

২) ৮০ শতাংশ চার্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জার খুলে নিন।

৩) সারা রাত মোবাইল ফোনে চার্জার গুঁজে রাখবেন না।

৪) মোবাইল ফোন গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জারের প্লাগটি বন্ধ করুন।

৫) নতুন ফোন বার বার চার্জে বসাবেন না, এতে ব্যাটারির ক্ষতি হবে।

৬) ব্যাটারির খরচ কম করতে স্ক্রিনের ব্রাইটনেট সব সময়ে কমিয়ে রাখুন।

৭) চার্জ করার সময়ে ফোনে কোনও রকম অ্যাপ ব্যবহার করা, গেম খেলা উচিত নয়। এতে ব্যাটারি বিগড়ে যায়। চার্জ হয়ে গেলে তবেই ফোন ব্যবহার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Life Hacks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE