দাগহীন, উজ্জ্বল ত্বক কে চায় না বলুন! কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই আমরা ত্বকের নিয়মিত যত্ন নিতে ভুলে যাই। এ ছাড়াও বাড়ির কাজ, অফিসের কাজের চাপ, এ সবের মাঝেই আলাদা করে সময় ব্যয় করা হয়ে ওঠে না ত্বক পরিষ্কার রাখার জন্য। একটু কম সময়ে যদি উজ্জ্বল, নরম ও দাগহীন ত্বক পাওয়া যায়, তাহলে মন্দ কী! বাড়িতে মাত্র দুটি উপাদান দিয়ে বানিয়ে ফেলুন এমন ক্রিম, যাতে ত্বকের দাগও দূর হবে এবং ত্বক হবে মোলায়েম।
কী ভাবে বানাবেন ঘরোয়া এই ক্রিম?
১ টেবিল চামচ দই ও ১টি ভিটামিন-ই ক্যাপসুল দিয়েই তৈরি করা যাবে এই ক্রিম। একটি কাপড়ের টুকরোর মধ্যে দই নিয়ে অতিরিক্ত জল ছেঁকে নিয়ে দইটা একটি পাত্রে রাখুন। এবার তার মধ্যে ভিটামিন-ই ক্যাপসুল দিয়ে যতক্ষণ না ক্রিমের মতো ভাব আসছে, ততক্ষণ মেশাতে থাকুন।