পিঠ, কাঁধ বা ঘাড়ের ব্যথা কমাতে অনেকেই বালিশ ছাড়া ঘুমোন। কিন্তু বালিশ ছাড়া ঘুমানো কি ঠিক? কী বলছে গবেষণা?
হালে ‘হেলথ লাইন’ জার্নালের তরফে ঘুম নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে। সেখানে দেখা হয়েছে, বালিশ ছাড়া ঘুমোলে কারও কোনও সমস্যা হয় কি না। দেখা গিয়েছে, দীর্ঘ দিন বালিশ ছাড়া ঘুমোলে কিছু কিছু সমস্যা হতে পারে।
কী কী ধরনের সমস্যা হয়?