প্রযুক্তির কল্যাণে অনেক বাড়িই এখন ‘স্মার্ট’। আলো, পাখা, বা বিদ্যুতের প্লাগে এখন সাশ্রয় বেশি। ওয়াইফাই-এর সুবিধার জন্য এখন মোবাইল থেকেই বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যায়। সেখানে স্মার্ট প্লাগ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
স্মার্ট প্লাগের সুবিধা
স্মার্ট প্লাগে ইন্টরনেট সংযোগ থাকার ফলে মোবাইল ফোনে অ্যাপ থেকে তা নিয়ন্ত্রণ করা যায়। কোনও যন্ত্র কত ক্ষণ চলবে, তা নির্ধারণ করে দেওয়া যায়। আবার উন্নত মানের কোনও কোনও স্মার্ট প্লাগে বিদ্যুৎ কতটা খরচ হচ্ছে, তা-ও জানা সম্ভব।
আরও পড়ুন:
সমস্যা কোথায়
বাড়ির সব বৈদ্যুতিক যন্ত্র কিন্তু এই ধরনের প্লাগে ব্যবহার করা উচিত নয়। তাতে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে।
১) মাইক্রোওয়েভ, হিটার বা কফি মেকার— যে সমস্ত যন্ত্রে তাপ উৎপন্ন হয়, তা স্মার্ট প্লাগে ব্যবহার করা উচিত নয়। এই যন্ত্রগুলির নিজস্ব সেটিংস এবং সুরক্ষাবিধি থাকে। ইন্টারনেটের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করতে গেলে বিপত্তি ঘটতে পারে।
২) ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন বা এয়ার কন্ডিশনার স্মার্ট প্লাগে চালানো উচিত নয়। এই ধরনের যন্ত্রগুলির মোটর শুরুতেই বেশি বিদ্যুৎ সংগ্রহ করে, যা অনেক সময়ে স্মার্ট প্লাগের ক্ষমতার অধিক হতে পারে। সে ক্ষেত্রে শর্ট সার্কিটের সম্ভাবনা দেখা দিতে পারে।
৩) মাইক্রোওয়েভ, এসি বা ডিশ ওয়াশারের মধ্যে নির্দিষ্ট টাইমার থাকে। তার ফলে তাদের নিজস্ব সুরক্ষাবলয় রয়েছে। কিন্তু স্মার্ট প্লাগের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করতে গেলে বিদ্যুতের মাত্রা ওঠানামা করতে পারে। ফলে যন্ত্রগুলির ক্ষতি হতে পারে।
৪) স্মার্ট টিভি, ভ্যাক্যুম ক্লিনারের নিজস্ব স্বয়ংক্রিয় প্রোগ্রাম থাকে। স্মার্ট প্লাগের মাধ্যমে সেগুলি ব্যবহার করলে অনেক সময়ে থার্মোস্ট্যাটে সমস্যা হতে পারে। পরিস্থিতি জটিল হলে যন্ত্রগুলি বিকল হয়ে যেতে পারে।