বর্ষায় যে সব সমস্যায় জেরবার হতে হয়, তার মধ্যে অন্যতম চুলের নানা সমস্যা। একে তো বৃষ্টি ভিজে চুল স্যাঁতসেতে হয়ে যায়, তার উপর বৃষ্টি না হওয়ার দিনগুলোতেও ভ্যাপসা গরমে ঘামে ভেজে চুল। জলীয় আবহাওয়ার কারণে চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। তাই অন্যান্য ঋতুর তুলনায় বেশির ভাগ ক্ষেত্রেই বর্ষায় চুলের সমস্যা বাড়ে।
নিয়ম মেনে স্যাঁলোয় চুলের পরিচর্যা করেন অনেকেই। কিন্তু কেউ কেউ ব্যস্ততার কারণে সব সময় তা মেনে চলতে পারেন না। সময় পান বা না পান, চুলের প্রতি বাড়তি মনোযাগ এই বর্ষায় দিতেই হয়। আর তা রাসায়নিকের বাড়াবাড়ি ছাড়া হওয়াই বাঞ্ছনীয়। তাই বাড়িতেই মজুত রাখুন যত্নের উপাদান।
খুব সহজলভ্য উপাদান ও পকেটসই দামে এই ঘরোয়া উপায়গুলির শরণ নেওয়া যায়। বর্ষায় চুল ভাল রাখতে এই ঘরোয়া প্যাকগুলি সপ্তাহে দু’-তিন বার ব্যবহার করুন ঘুরিয়ে ফিরিয়ে।