Advertisement
২১ এপ্রিল ২০২৪
Bizarre

বিয়ের দিন ‘স্পার্কল’ বন্দুক উঁচিয়ে ছবি তুলছিলেন নবদম্পতি, হঠাৎ অঘটন! ঝলসে গেল কনের মুখ

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে ‘স্পার্কল গান’ নিয়ে স্টান্ট করার পরিকল্পনা করেছিলেন দম্পতি। সেটা করতে গিয়ে অসাবধানতায় ঝলসে গেল কনের মুখ।

Sparkle gun Explodes on bride’s face as couple poses for camera.

বিয়ের দিনে চরম অঘটন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৭:২৫
Share: Save:

বিয়ের দিনটি সকলের চেয়ে আলাদা হবে, তেমনটাই চেয়েছিলেন নবদম্পতি। কিন্তু অন্য রকম করতে গিয়ে এমন অঘটন ঘটে যাবে, সেটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি তাঁরা। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে ‘স্পার্কল গান’ নিয়ে স্টান্ট করার পরিকল্পনা করেছিলেন দম্পতি। সেটা করতে গিয়ে অসাবধানতায় ঝলসে গেল কনের মুখ।

symbolic image.

বিয়ের রাতে ঝলসে গেল কনের মুখ। ছবি: সংগৃহীত।

সম্প্রতি অদিতি নামে এক তরুণী টুইটারে ভিডিয়ো দিয়ে বিস্তারিত ঘটনা জানিয়েছেন। বিয়ের আসরে কেক কাটার আগে নবদম্পতির ছবি তোলার পর্ব শুরু হয়। প্রথমে দু’জনে নানা রোম্যান্টিক ভঙ্গিতে ছবি তোলার পর আসে তাঁদের সেই প্রতীক্ষিত মুহূর্ত। বন্দুক হাতে নিয়ে পিঠোপিঠি দাঁড়ান দু’জনে। বন্দুক আকাশের দিকে উঁচিয়ে হাত রাখেন ট্রিগারে। বন্দুক থেকে রংমশালের মতো আগুন বেরোতে শুরু করে। তখনও পর্যন্ত সব ঠিক ছিল। বিয়েবাড়িতে উপস্থিত সকলেই বেশ উপভোগ করছিলেন বিষয়টি। ঠিক তখনই আচমকা ঘটে যায় বিপদ। কনের হাতে থাকা বন্দুকটি হঠাৎই সশব্দে ফেটে যায়। বন্দুকের পিছন দিক থেকে ছিটকে আসে আগুনের হলকা। সেই সময়ে হঠাৎ ফুঁ দেওয়ার ভঙ্গি করছিলেন বলে আগুনের হলকায় ঝলসে যায় কনের মুখ।

হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত নিমন্ত্রিতরা। তড়িঘড়ি কনেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনন্দের পরিবেশ নিমেষে বদলে যায় মনখারাপে। এই ঘটনা জানার পরে অনেকেরই মত, বিয়ের মতো বিশেষ দিনে এমন ঝুঁকির কাজ না করাই উচিত ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bizarre Bizarre Incident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE