Advertisement
০৫ মে ২০২৪
summer

গরমে কোন ধরনের রোগ হয় শিশুদের, কী ভাবে যত্ন নেবেন সন্তানের

জেনে রাখা জরুরি গরমের সময়ে শিশুদের কোন কোন রোগ হতে পারে।

বারবার স্নান না করালেও অবশ্যই ভাল ভাবে ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে গা মুছিয়ে দিন শিশুদের।

বারবার স্নান না করালেও অবশ্যই ভাল ভাবে ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে গা মুছিয়ে দিন শিশুদের। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৫:৫৫
Share: Save:

করোনার চিন্তা তো আছেই। তবে এই গ্রীষ্মে আরও কোন কোন অসুখ হতে পারে শিশুদের? গরমকাল হল সংক্রামক রোগ ছড়ানোর সময়। কোভিড আতঙ্কের মাঝে অন্য কোনও রোগের আশঙ্কা নেই এমন নয়। ফলে জেনে রাখা জরুরি এই সময়ে কোন কোন রোগ হতে পারে। শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগের উপসর্গই বা কী?

বাড়ির শিশুদের দূরে রাখতে হবে কোন রোগের প্রকোপ থেকে? জেনে নিন।

রাইনাইটিস অ্যালার্জি

জ্বর। সর্দি। মূলত এইটাই থাকে। তবে জ্বর খুব অল্পেই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

গরমের র‌্যাশ

তাপ বাড়লে অনেক সময়েই লাল র‌্যাশ দেখা যায় শিশুদের শরীরে। বিশেষ করে কাঁধ, পিঠ, গলায়।

এক্সিমা

গরমে অ্যালার্জি। তার থেকে টাকা চুলকানির সমস্যা। কখনও র‌্যাশ বেরোনো।

পরামর্শ

শিশুদের হাল্কা পোশাক পরান। নিজেদের কাজের জন্য বেরোতে হলেও ছোটদের আর এক মধ্যে বার করবেন না। বাড়ি থেকে বেরোনো মানেই মাস্ক, পিপিই পরতে হবে। তাতে আরও কষ্ট হতে পারে।

শীতল খাবার খাওয়ান। লেবুর জল, ফলের রস, টক দই শরীর ঠান্ডা রাখবে। তাতেও অন্যের থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কাও কমবে।

বারবার স্নান না করালেও অবশ্যই ভাল ভাবে ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে গা মুছিয়ে দিন শিশুদের। দিনে একবার খুব ভাল ভাবে স্নান করান।

অল্প কোনও র‌্যাশ, কিংবা হাল্কা জ্বর জ্বর ভাব দেখলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Children summer Summer Diseases
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE