Advertisement
২৬ এপ্রিল ২০২৪
tea

তন্দুরি চিকেন তো খেয়েছেন, তন্দুরি চা খেয়েছেন কখনও!

বাড়িতে লোক সমাগম হোক বা এমনিই ঘরোয়া আড্ডা— চেনা ছকের বাইরে তন্দুরি চা বানিয়ে মন জয় করুন সকলের।

তন্দুরি চায়ের স্বাদে জমে যাক আড্ডা। ছবি: পিক্সঅ্যাবে।

তন্দুরি চায়ের স্বাদে জমে যাক আড্ডা। ছবি: পিক্সঅ্যাবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ১৭:৩৫
Share: Save:

চা-এ ‘না’ বলেন, এমন মানুষ বোধ হয় হাতে গোনা যায়। বাঙালি আড্ডা দেবে, অথচ চায়ের তুফান তুলবে না এমনও কি হয়? বাড়িতে লোক সমাগম হোক বা এমনিই ঘরোয়া আড্ডা— চেনা ছকের বাইরে তন্দুরি চা বানিয়ে মন জয় করুন সকলের। কী ভাবে বানাবেন এই চা, দেখে নিন তার সহজ উপায়।

উপকরণ

দুধ: এক কাপ

জল: দেড় কাপ

চা পাতা: ২ টেবিল চামচ

চিনি: ২ চা চামচ

লেবু পাতা: ১ টেবিল চামচ

পুদিনা পাতা: ১ টেবিল চামচ

চা মশলা: স্বাদ অনুযায়ী

তন্দুরির জন্য প্রয়োজনীয় একটি মাটির পাত্র।

আরও পড়ুন: এই বর্ষায় জমিয়ে খান ইলিশ মালাইকারি

প্রণালী

মাটির পাত্রটিকে আগুনের ঢিমে আঁচে বসিয়ে রাখুন মিনিট দশেক। জল একটু ফুটে এলে তাতে চিনি, চা পাতা, লেবু পাতা, পুদিনা পাতা ও চা মশলা মেশান। সব মশলা মিশে জল সম্পূর্ণ ফুটে এলে এ বার তাতে দুধ মেশান ও আরও দু’মিনিট আঁচে বসিয়ে রাখুন।

এ বার ছাঁকনি দিয়ে ছেঁকে চা ঢেলে রাখুন একটি কাচের পাত্রে। সাঁড়াশি ব্যবহার করে গরম মাটির পাত্রটি আর একটি বড় মাটির পাত্রে রাখুন। এ বার তাতে ঢেলে দিন গরম চা। এই অবস্থায় ফোটান আরও কিছু ক্ষণ।

চা ফুটতে শুরু করবে খানিক ক্ষণের মধ্যেই। এ বার তাতে আর এক চিমটে চা মশলা যোগ করে গরম গরম পরিবেশন করুন মনের মতো বিস্কুট বা পাউরুটির সঙ্গে।

আরও পড়ুন: মোবাইল থেকে টেক্সট পাঠানোর এই নিয়মগুলো মানেন তো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Food Tea Bengali Tea চা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE