দোকানে সিম কার্ড কিনতে গিয়ে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে চলে এলেন। তার পরে আর সে নিয়ে চিন্তাই করলেন না। খুবই স্বাভাবিক। এ দিকে আপনার পরিচয়পত্র ব্যবহার করে কেউ ভুয়ো সিম কার্ড চালু করে দিল। আপনি হয়তো জানতেই পারলেন না, আপনার নামে নেওয়া সিম কার্ড কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কী করে জানবেন আপনার নামে এই রকম কোনও সিম কার্ড নেওয়া হয়েছে কি না?
আপনাকে সাহায্য করতে পারে সরকার। এই বিষয় নিয়ে হালে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
সেটির ওয়েব-ঠিকানা: tafcop.dgtelecom.gov.in। এখান থেকেই জানা যাবে আপনার পরিচয়পত্রে আর কোনও মোবাইল নম্বর চালু আছে কি না।