সকালে কে আগে ওঠেন? স্বামী না স্ত্রী? তা নিয়ে বহু বাড়িতে লড়াই চলতেই থাকে। কিন্তু কার ঘুম সত্যি বেশি প্রয়োজন জানেন কি?
যে কোনও মানুষেরই দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। কিন্তু হালের গবেষণা বলছে, ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি ঘুম দরকার। কোনও মহিলা যদি বাড়ির পুরুষদের থেকে কিছু ক্ষণ বেশি ঘুমোন, তা হলে বুঝতে হবে যে তা হচ্ছে একেবারেই প্রয়োজনের জন্য।