Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৬ অক্টোবর ২০২১ ই-পেপার

High Heels: পুজোয় উঁচু হিল দেওয়া জুতো কিনেছেন? রোজ হিল দেওয়া জুতো পরা কি ক্ষতিকর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ০৫ অক্টোবর ২০২১ ২০:৩৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পুজোর সাজের এক অন্যতম অঙ্গ হল জুতো। বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মানানসই জুতো পরা অনেকেরই পছন্দের। কয়েক ধরনের পোশাকের কথা ভাবাই যায় না উঁচু হিল দেওয়া জুতো ছাড়া। তাই ইতিমধ্যে হিল দেওয়া জুতো কেনাও হয়ে গিয়েছে অনেকের। কিন্তু হিল দেওয়া জুতোয় সাজ যতই সুন্দর হোক, তা পরে হাঁটতে কষ্টই হয়।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।


তবে হাঁটতে সামান্য কষ্ট হওয়া ছাড়া আর কী সমস্যা হতে পারে হিল দেওয়া জুতো পরলে?

১) হিল পরলে গোটা শরীরের ওজন গিয়ে পড়ে একটি জায়গায়। ফলে পায়ের গোড়ালিতে অনেকটা চাপ পড়ে। তার জেরে পা মোচকে যেতে পারে একটু হাঁটলে গেলেই।

২) হিল পরলে টানা অনেক ক্ষণ পায়ের একটি অংশ উঁচু হয়ে থাকে। ফলে তাতে পিঠেও অনেকটা চাপ পড়ে। তার জেরে পিঠে ব্যথা হতে পারে।

৩) পায়ের বিভিন্ন নখে অতিরিক্ত চাপ পড়ে এর ফলে। তাই নখ বড় থাকলে তা ভেঙেও যাওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন

Advertisement