Advertisement
১১ মে ২০২৪
Heel Shoes

High Heels: পুজোয় উঁচু হিল দেওয়া জুতো কিনেছেন? রোজ হিল দেওয়া জুতো পরা কি ক্ষতিকর

কয়েক ধরনের পোশাকের কথা ভাবাই যায় না উঁচু হিল দেওয়া জুতো ছাড়া। কিন্তু হিল দেওয়া জুতোয় সাজ যতই সুন্দর হোক, তা পরে হাঁটতে কষ্টই হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ২০:৩৭
Share: Save:

পুজোর সাজের এক অন্যতম অঙ্গ হল জুতো। বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মানানসই জুতো পরা অনেকেরই পছন্দের। কয়েক ধরনের পোশাকের কথা ভাবাই যায় না উঁচু হিল দেওয়া জুতো ছাড়া। তাই ইতিমধ্যে হিল দেওয়া জুতো কেনাও হয়ে গিয়েছে অনেকের। কিন্তু হিল দেওয়া জুতোয় সাজ যতই সুন্দর হোক, তা পরে হাঁটতে কষ্টই হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তবে হাঁটতে সামান্য কষ্ট হওয়া ছাড়া আর কী সমস্যা হতে পারে হিল দেওয়া জুতো পরলে?

১) হিল পরলে গোটা শরীরের ওজন গিয়ে পড়ে একটি জায়গায়। ফলে পায়ের গোড়ালিতে অনেকটা চাপ পড়ে। তার জেরে পা মোচকে যেতে পারে একটু হাঁটলে গেলেই।

২) হিল পরলে টানা অনেক ক্ষণ পায়ের একটি অংশ উঁচু হয়ে থাকে। ফলে তাতে পিঠেও অনেকটা চাপ পড়ে। তার জেরে পিঠে ব্যথা হতে পারে।

৩) পায়ের বিভিন্ন নখে অতিরিক্ত চাপ পড়ে এর ফলে। তাই নখ বড় থাকলে তা ভেঙেও যাওয়ার আশঙ্কা থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Heel Shoes Fashion Durga Puja 2021 festive season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE