Advertisement
২০ এপ্রিল ২০২৪
WhatsApp

নতুন বছরেই একগুচ্ছ নয়া ফিচার আনতে পারে হোয়াটসঅ্যাপ

ঠিক কবে এই ফিচারগুলির সুবিধা পাবেন ইউজাররা, সে বিষয়ে এখনই কিছু খোলসা করেননি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৯:৪৬
Share: Save:

একই মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ডিভাইসে মেসেজ করা। অথবা ভিডিয়োকে ‘মিউট’ করে রাখার সুবিধা। নতুন বছরে এ রকম একাধিক নয়া ফিচার জুড়তে পারে হোয়াটসঅ্যাপে। তবে ঠিক কবে এই ফিচারগুলির সুবিধা পাবেন ইউজাররা, সে বিষয়ে এখনই কিছু খোলসা করেননি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়্যাটসঅ্যাপ নিয়ে যাবতীয় খবরাখবর পরিবেশনকারী এক বেসরকারি সংস্থা ডব্লিউএবিটাইনফো-র দাবি, চলতি বছরেই এই মেসেজিং অ্যাপে জুড়তে পারে মাল্টি-ডিভাইস সাপোর্ট, ভয়েস বা ভিডিয়ো কল, রিড লেটার-সহ নানা ফিচার।

মাল্টি-ডিভাইস সাপোর্ট:
ইউজারের কাছে অ্যান্ড্রয়েড এবং আইওএস— দুই প্ল্যাটফর্মের মোবাইল বা অন্য ডিভাইস থাকলে একসঙ্গে চারটি ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ইউজার।

আরও পড়ুন: মন ভাল রাখার ডায়েট: দূরে থাকবে স্ট্রেস, অ্যালঝাইমার

আরও পড়ুন: আপনার ফোনে আসেনি তো ভ্যাকসিনের নকল অ্যাপ? খেয়াল রাখুন

ডেস্কটপ এবং ওয়েব অ্যাপের মাধ্যমে ভয়েস, ভিডিয়ো কল:
বিটা ভার্সনে এই ফিচারটা চালু হয়ে গিয়েছে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন যে চলতি বছর সমস্ত ভার্সনেই এটি যুক্ত হবে। ভিডিয়ো কলিং বা ভার্চুয়াল মিটিংয়ের সময় হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপে একের বা গ্রুপ কলের সময় এটির সাপোর্ট পাওয়া যাবে।

রিড লেটার:
‘ভেকেশন মোড’ বন্ধ হলেও তা নাম বদলে হয়েছে ‘রিড লেটার’। এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে আর্কাইভ করা চ্যাট থেকে কোনও নতুন মেসেজের নোটিফিকেশন পাঠানোয় বাধা দেবে।

মিউট ভিডিয়ো:
ভিডিয়ো পাঠানোর আগে এই ফিচারের মাধ্যমে তা ‘মিউট’ করা যাবে। ভিডিয়োর আওয়াজ বন্ধের জন্য অন বা অফ করা যাবে একটি স্পিকার আইকনের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ স্টেটাসের ভিডিয়োতেও এই ফিচার থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WhatsApp Tech Gadget
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE