Advertisement
১০ মে ২০২৪
Beauty

Skin Care: ত্বকের যত্নে কেন ব্যবহৃত হয় ফল-ফুল? কী এমন আছে এতে

ফুলে থাকে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, মিনারেল। কোনও প্রসাধনী সামগ্রীতে ফুলের কিছু অংশ ব্যবহার করলে এ সবই চলে যায় তাতে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২৩:০৬
Share: Save:

নানা ধরনের ফুল আর ফল ব্যবহার করা হয় প্রসাধনী সামগ্রী তৈরি করতে। জুঁই ফুলের গন্ধযুক্ত তেল কিংবা গোলাপের গন্ধের ভরা ক্রিম তো কতই হয়। তা নিয়ে মাতামাতিও অঢেল। কিন্তু কেন ফল আর ফুলে কী এমন আছে, যা ত্বকের যত্ন নেয়? শুধুই এর মিষ্টি গন্ধে ভুলে যায় না তো মন?

ফুলে থাকে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, মিনারেল। কোনও প্রসাধনী সামগ্রীতে ফুলের কিছু অংশ ব্যবহার করলে এ সবই চলে যায় তাতে। সে ধরনের প্রসাধনী মুখে মাখলে ত্বক তুলতুলে হয়। সঙ্গে চেহারায় ঔজ্জ্বল্য আসে। ফল ও ফুলের রস ত্বকে লাগলে তা চামড়ায় ভিতরে ঢুকে যায়। সেই রয়ের প্রভাবে রক্তচলাচল ভাল হয় বলেও বক্তব্য চিকিৎসকদের। সে সঙ্গে ত্বকের উপরের স্তরে জমে থাকা ময়লা সাফ হয় এই রসে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ত্বকে বয়সের ছাপ ঢাকতেও কাজে লাগে ফল ও ফুল। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিড্যান্ট চামড়ায় পড়া যে কোনও রেখা বা দাগ-ছোপ কমাতে সাহায্য করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty Skin care flowers Fruits
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE