নতুন ধরনের কোনও চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে উত্তরবঙ্গের বাসিন্দারা তুলনামুলক বেশি আগ্রহী। চিকিৎসক গৌতম খাস্তগীরের অভিজ্ঞতা এমনই। বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে যত রোগী তাঁর সঙ্গে আলোচনা করেছেন, এবং অস্ত্রোপচার বা আইভিএফের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন তাঁদের শতাংশের হিসেবে উত্তরবঙ্গই এগিয়ে। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির দার্জিলিং মোড় লাগোয়া একটি অভিজাত হোটেলের সভা ঘরে নিজের অভিজ্ঞতার কথা জানালেন। গৌতমবাবু দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন শহরে এসে রোগী দেখছেন পরামর্শ দিচ্ছেন। তবে এতদিন রোগীদের অস্ত্রোপচার চিকিৎসার চূড়ান্ত পর্বের জন্য কলকাতায় যেতে হতো। এবার অবশ্য কলকাতায় যাওয়ার ঝক্কি পোহাতে হবে না বলে গৌতমবাবু জানিয়েছেন। দু’মাস অন্তর গৌতমবাবু শিলিগুড়িতে এসে রোগী দেখবেন, অস্ত্রোপচারও করবেন। শিলিগুড়ির খালপাড়া এলাকার একটি নার্সিংহোমে গৌতমবাবু নিয়মিত বসবেন বলে জানিয়েছেন। সেই ঘোষণা করতেই শনিবার হোটেলে শহরের বিভিন্ন চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরীও। তিনি বলেন, ‘‘চিকিৎসা দিয়ে বন্ধ্যাত্ব ঘুচিয়ে বহু পরিবারের হাসি ফেরানোর জন্য গৌতমদা-কে ধন্যবাদ।’’