Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিওয়ালির উপহার, মহার্ঘ ভাতা বাড়ল ৫%, কার্যকর জুলাই থেকে

এ বছরের জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে, জানিয়েছেন জাভড়েকর।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ ১৪:৪১
Share: Save:

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ‘দিওয়ালির উপহার’। ৫ শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র। বুধবার মন্ত্রিসভার অনুমোদনের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। এর ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মরত এবং প্রায় ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ছিল ১২ শতাংশ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা আরও ৫ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ায় সেই হার বেড়ে হল ১৭ শতাংশ। এ বছরের জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, জানিয়েছেন জাভড়েকর। অর্থাৎ জুলাই থেকে বকেয়া পাবেন কর্মীরা।

বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্তকে ‘দিওয়ালির উপহার’ বলে মন্তব্য করে জাভড়েকর বলেন, ‘‘এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাজে উৎসাহ বাড়বে।’’ অন্য দিকে মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্রের প্রায় ১৬ হাজার কোটি টাকা বেশি খরচ হবে বলেও জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DA Prakash Javadekar Pension
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE